আপনজন ডেস্ক: আগামী মাসে অনুষ্ঠিতব্য গঙ্গাসাগর মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে মঙ্গলবার নবান্নে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকের পর তিনি বলেন, তার সরকার সাগর দ্বীপের সাথে মূল ভূখণ্ডের সংযোগকারী একটি নদীর উপর পাঁচ কিলোমিটার দীর্ঘ সেতু নির্মাণ করবে, যেখানে বার্ষিক গঙ্গাসাগর মেলা অনুষ্ঠিত হয়। কারণ কেন্দ্র এ বিষয়ে বারবার আবেদন করেও সাড়া দেয়নি। তিনি বলেন, চার লেনের সেতুর জন্য বিস্তারিত প্রকল্প প্রতিবেদন (ডিপিআর) করা হয়েছে।
মমতা বন্দ্যোপাধ্যায় প্রস্তাবিত সেতুটির নাম দিয়েছেন “গঙ্গাসাগর সেতু” এবং বলেছেন যে এই কাঠামোটি তৈরি করতে রাজ্য ১,৫০০ কোটি টাকা ব্যয় করবে, যার টেন্ডার ডাকা হয়েছে।
মুখ্যমন্ত্রী বলেন, আমরা বারবার কেন্দ্রীয় সরকারের কাছে সেতুর জন্য আবেদন জানিয়েছিলাম, কিন্তু তারা সাড়া দেয়নি। তাই আমরা নিজেরাই এটি নির্মাণের সিদ্ধান্ত নিয়েছি। প্রয়োজনীয় জরিপ করা হয়েছিল এবং প্রকল্পের জন্য ডিপিআর এবং দরপত্র সম্পন্ন হয়েছিল। এটি তৈরি করতে আরও চার বছর সময় লাগতে পারে। মুড়িগঙ্গা নদীর উপর এই সেতু তৈরি হবে।
এটি নির্মাণে মোট ব্যয় হবে প্রায় ১,৫০০ কোটি টাকা এবং নির্মাণ কাজ চার বছরের মধ্যে শেষ হবে। এর ফলে শুধু গঙ্গাসাগরের তীর্থযাত্রীরাই উপকৃত হবেন না, সাগর দ্বীপের বাসিন্দারাও উপকৃত হবেন। মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, যে কেন্দ্র এই উদ্দেশ্যে রাজ্য সরকারকে একটি পয়সাও দেয়নি। তিনি বলেন, কেন্দ্র গঙ্গাসাগর মেলার জন্য আমাদের কোনও আর্থিক সাহায্য করেনি, যদিও তারা কুম্ভমেলা এবং অন্যান্য মেলাকে আর্থিকভাবে সহায়তা করে। আমি গঙ্গাসাগরকে জাতীয় মেলা হিসাবে ঘোষণা করার জন্য কেন্দ্রের কাছে আবেদন জানিয়েছিলাম, কিন্তু তারা সেদিকে কোনও মনোযোগ দেয়নি। সেতু নির্মাণের জন্য তারা আমাদের এক পয়সাও দেয়নি। চলতি মরশুমের গঙ্গাসাগর মেলা ৯ থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হতে চলা প্রস্তুতি সম্পর্কে বাংলার মুখ্যমন্ত্রী বলেন, গঙ্গাসাগর মেলায় ২২৫০টি সরকারি বাস, ২৫০টি বেসরকারি বাস, ৯টি বার্জ, ৩২টি ভেসেল, ১০০টি লঞ্চ এবং ২১টি জেটি ব্যবহার করা হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct