মোহাম্মদ জাকারিয়া , করণদিঘি, আপনজন: উত্তর দিনাজপুর জেলার করণদিঘী ব্লকের দোমোহনা অঞ্চলের পূর্ব ফতেপুর কানতিরপা তে রবিবার একটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানের যাত্রা শুরু হলো। সিবিএসই পাঠ্যসূচি অনুযায়ী পরিচালিত নোবেল ইংলিশ মিডিয়াম স্কুলের শুভ উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষাবিদ আব্দুল মুত্তালিব। এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষাবিদ, সমাজসেবী এবং অসংখ্য অভিভাবক।
স্কুল কর্তৃপক্ষ জানিয়েছেন, এখানে প্রি প্রাইমারি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত উন্নতমানের শিক্ষক-শিক্ষিকা দ্বারা শিক্ষাদান করা হবে। প্রতিটি শ্রেণীতে সীমিত আসন সংখ্যা রাখা হয়েছে, যাতে শিক্ষার্থীদের ব্যক্তিগত যত্ন নিশ্চিত করা যায়। শিক্ষার্থীদের জন্য স্কুল ভ্যানের ব্যবস্থা, স্পোকেন ইংলিশ ক্লাস, এবং আনন্দময় শিক্ষাদানের বিশেষ পদ্ধতি অন্তর্ভুক্ত করা হয়েছে। পঞ্চম শ্রেণি থেকে আল আমিন মিশন ও নবোদয়ের ভর্তি প্রক্রিয়ায় সাহায্যের ব্যবস্থাও থাকবে। বিশেষভাবে, মেধাবী ও অসহায় ছাত্র-ছাত্রীদের জন্য বিশেষ ছাড় এবং দুর্বল শিক্ষার্থীদের জন্য ‘রিমেডিক্যাল ক্লাস’ রাখা হয়েছে। এই স্কুলের লক্ষ্য শুধু শিক্ষা নয়, বরং ছাত্র-ছাত্রীদের জন্য একটি সুন্দর ও উন্নত ভবিষ্যত নিশ্চিত করা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct