অমরজিৎ সিংহ রায় , বালুরঘাট, আপনজন: বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান কে ডেপুটেশন একটি আদিবাসী সংগঠনের। মূলত সাঁওতালি মাধ্যমের বিদ্যালয়ে গুলিতে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক নিয়োগ সহ পরিকাঠামো উন্নয়নের দাবিতে এদিন ডেপুটেশন দেয়া হয় আদিবাসী সিঙ্গেল অভিযান নামক সংগঠনের তরফে।
জানা গিয়েছে, সাঁওতালি ভাষায় অলচিকি হরফে পঠন-পাঠন চলা বিদ্যালয় গুলিতে আরো পরিকাঠামো উন্নয়ন, শিক্ষক নিয়োগের সহ প্রায় তিন দফা দাবিতে বালুরঘাটে বেলতলা পার্ক এলাকার অবস্থিত জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যানের দপ্তরে ডেপুটেশন দেওয়া হয়। ডিপিএসসি’র চেয়ারম্যান সন্তোষ হাঁসদা কে ডেপুটেশন দেবার সময় উপস্থিত ছিলেন আদিবাসী সিঙ্গেল অভিযানের সদস্যরা।
তাঁদের দাবি মানা না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের শামিল হবেন বলে স্পষ্ট জানিয়েছেন তাঁরা।
এ বিষয়ে আদিবাসী সিঙ্গেল অভিযানের জেলা সভাপতি পরিমল মার্ডি জানান, ‘আমাদের দাবি সাঁওতালি মাধ্যমে বিদ্যালয় গুলিতে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক নিয়োগ করতে হবে। বিদ্যালয় গুলিতে পরিকাঠামোর উন্নয়ন করতে হবে। পাশাপাশি সাঁওতালি মিডিয়ামের পাঠ্যসূচি অনুসারে বই বিতরণ করতে হবে।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct