নিজস্ব প্রতিবেদক , ডেবরা, আপনজন: পশ্চিম মেদিনীপুরের ডেবরা হরিমতি হাইস্কুল মাঠে রবিবার দিনে এম এল এ কাপ ফুটবল টুরনামেন্ট ও সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। ডেবরার বিধায়ক প্রাক্তন আই পি এস ড : হুমায়ুন কবিরের আন্তরিক প্রচেষ্টায় ডেবরা অঞ্চলে যুব সমাজের মধ্যে খেলাধুলা ও সংস্কৃতি চর্চার প্রসার বেড়েছে । খেলার মাঠে দর্শক ছিল চোখে পড়ার মত। সন্ধ্যায় শম্পা রায়চৌধুরী বাংলা ও হিন্দি গান গেয়ে শ্রোতাদের মুগ্ধ করেন, পরে লোকগানের ডালি নিয়ে একের পর এক গান শুনান শুভাশিস দাস শর্মা ও সেমন্তী সোম । সবশেষে স্থানীয় স্কুলের ছাত্রীরা সমবেত নৃত্য পরিবেশন করে। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন বিশিষ্ট সাংবাদিক ফিরোজ হোসেন। মঞ্চে উপস্থিত ছিলেন বিধায়ক ড : হুমায়ুন কবির সহ বহু বিশিষ্ট মানুষ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct