আপনজন ডেস্ক: স্প্যানিশ লা লিগায় বারবার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারছে না এফসি বার্সেলোনা। শনিবার রায়ো ভায়েকানোর বিপক্ষে রিয়াল মাদ্রিদের ড্রয়ের পর বার্সার সুযোগ ছিল শীর্ষস্থানে নিজেদের আরও পোক্ত করার। লেগানেসের বিপক্ষে ১-০ গোলে হেরে মাদ্রিদের সাথে এখন ফ্লিকদের চোখ রাঙাচ্ছে অ্যাটলেটিকো মাদ্রিদও।
রোববার ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে লেগানেসের বিপক্ষে এভাবে অসহায় আত্মসমর্পণের কথা কেউ হয়তো কল্পনাও করতে পারেনি। বার্সার মাঠে এটাই ছিল সফরকারীদের প্রথম জয়। এই পরাজয়ে ১৮ ম্যাচ খেলে বার্সার পয়েন্ট আগের ৩৮ই। একই রাতে গেটাফেকে ১-০ গোলে হারিয়ে সমান ৩৮ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ। ২২শে ডিসেম্বর দুই দলের ম্যাচ রয়েছে। যারা জিতবে, তারাই নিজেদের শীর্ষদল হিসেবে পরিচয় দেবে। তবে সে ম্যাচেও পয়েন্ট ভাগাভাগি হলে হিসেব একই থাকবে। স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনাকে খেলতে হয়েছে ডাগ আউটে কোচ হান্সি ফ্লিককে ছাড়াই। এর আগের ম্যাচে রেফারির সিদ্ধান্তের বিরোধিতা করায় লাল কার্ড দেখতে হয় বার্সা কোচকে। এরপর লীগ কতৃপক্ষের থেকে জানানো হয় তিনি পরের দুই ম্যাচে ডাগআউটে থাকতে পারবেন না। তাই অ্যাটলেটিকোর বিপক্ষেও সাইডলাইনে দেখা যাবে না ফ্লিককে।
অন্যদিকে লেগানেসের বিপক্ষে ঘরের মাঠে নিজেদের প্রথম হারের পর শিষ্যদের দুই দিনের ছুটিতে পাঠিয়েছেন হান্সি ফ্লিক। এই হারে স্বাভাবিকভাবেই ভেঙ্গে পড়ার কথা কাতালানদের। খেলোয়াড়দের মানসিক দৃঢ়তা বাড়ানোর লক্ষ্যে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গিয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct