আপনজন ডেস্ক: ১৩ বছর পর সিরিয়ায় দূতাবাস চালু করতে যাচ্ছে কাতার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আগামীকাল মঙ্গলবার দামেস্কে কাতার দূতাবাস পুনরায় চালু করা হবে।
২০১১ সালের জুলাই থেকে সিরিয়ায় দূতাবাস বন্ধ রাখে কাতার। তখন সিরিয়ায় আন্দোলনরতদের ওপর দমন-পীড়নের ধারাবাহিক অভিযোগে কাতারের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে নেওয়া হয়।
বাশার আল-আসাদের সরকারের সঙ্গে সম্পর্ক উষ্ণ করার ক্ষেত্রে সাম্প্রতিক বছরগুলোতে কাতারের তেমন কোনো প্রচেষ্টা দেখা যায়নি। বেশ কয়েকটি আরব দেশ এ উদ্যোগ নিলেও তাতে যোগ দেয়নি দোহা।
তবে বাশার আল-আসাদের পতনের পর কূটনৈতিক সম্পর্ক ফিরিয়ে আনছে কাতার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, দামেস্কে দূতাবাস পুনরায় খোলার সিদ্ধান্ত সিরিয়ার জনগণের প্রতি সমর্থন এবং সম্মানিত জীবনের জন্য বৈধ অধিকার অর্জনের সংগ্রামকে প্রতিফলিত করে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct