আপনজন ডেস্ক: কানাডার অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড পদত্যাগ করেছেন। দেশটির বার্ষিক বাজেট নিয়ে বক্তব্য দেওয়ার ঘণ্টাখানেক আগে সোমবার (১৬ ডিসেম্বর) তিনি পদত্যাগ করেন বলে জানিয়েছে বিবিসি।সোমবার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর কাছে এক চিঠি দিয়ে পদত্যাগের কথা জানিয়েছেন ফ্রিল্যান্ড। চিঠিতে তিনি বলেছেন, কানাডাকে এগিয়ে নেওয়ার ব্যাপারে তাদের দুজনের মতবিরোধ রয়েছে।গত সপ্তাহে জাস্টিন ট্রুডো ফ্রিল্যান্ডকে জানিয়েছিলেন তাকে সরকারের শীর্ষ অর্থনৈতিক উপদেষ্টার পদে আর দেখতে চান না। এজন্যই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন ফ্রিল্যান্ড।সম্প্রতি প্রধানমন্ত্রীর সঙ্গে কানাডার অর্থমন্ত্রীর একটি নীতি নিয়ে বিরোধ দেখা দেয় বলে জানা গেছে। নাগরিকদের ১৭৫ মার্কিন ডলারের চেক দেওয়ার একটি সিদ্ধান্তে জাস্টিন ট্রুডোর সঙ্গে তার মতবিরোধ দেখা দেয়।পদত্যাগপত্রে ফ্রিল্যান্ড বলেছেন, সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক হুমকির মোকাবেলা করার জন্য কানাডাকে মূলধন (ফিসক্যাল পাউডার ড্রাই) প্রস্তুত রাখতে হবে। এর মানে হলো ‘ব্যয়বহুল রাজনৈতিক কৌশল এড়ানো’, যা কানাডা বহন করতে পারে না।ট্রাম্প বলেছেন, তিনি শপথ নেওয়ার পর পরই মেক্সিকো ও কানাডা থেকে আসা সব ধরনের পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করে নির্বাহী আদেশ জারি করবেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct