নিজস্ব প্রতিবেদক , কলকাতা, আপনজন: কলকাতার আরজি কর হাসপাতালের নির্যাতিতা ডাক্তার তিলোত্তমার সুবিচার চাই, এই দাবিতে ফের সোচ্চার হয়ে রাস্তায় নামবে আইএসএফ। সোমবার হাওড়ায় ওই নির্যাতিতার স্মরণে এক রক্তদান শিবিরে উপস্থিত হয়ে আইএসএফ চেয়ারম্যান তথা বিধায়ক নওসাদ সিদ্দিকী একথা জানিয়ে বলেন, তিলোত্তমার লড়াইটা ছিল হাসপাতালে ঘটে চলা দুর্নীতির বিরুদ্ধে। সে প্রতিবাদ করেছিল অন্যায়ের বিরুদ্ধে। তাই তাকে এই নৃশংসতার শিকার হতে হল। হাসপাতালের সুপার সহ স্থানীয় থানার পুলিশ আধিকারিককে গ্রেপ্তার করা হল। সিবিআই জানালো, হত্যার পেছনে আছে বৃহত্তর ষড়যন্ত্র। অথচ তারা তিনমাসেও চার্জশিট দিতে না পারায় এরা জামিন পেয়ে গেল। এই প্রহসন বন্ধ হোক।
নওশাদ বলেন, সিবিআই-এর অপদার্থতার বিরুদ্ধে আবার সরব হতে হবে। রাজনৈতিক বোঝাপড়া করে শাসক তৃণমূল কংগ্রেস পার পাবে না বলে তিনি জানান।
তিনি কেন্দ্রের বিজেপি সরকারকে তুলোধনা করে বলেন, ধর্মের জিগির তুলে ভোটের ফায়দা লোটা চেষ্টা করে এই দল।
তিনি বলেন, আইএসএফ পিছড়ে বর্গের মানুষের হয়ে ইনসাফের লড়াই লড়ে। ওয়াকফ সংশোধন বিল নিয়ে দল যেমন সরব, তেমনই এসসি-এসটি সংরক্ষণের অপব্যবহার নিয়েও দল লড়ছে। ধর্ম নিয়ে রাজনীতি করার বিপক্ষে আইএসএফ। ভারতে সাংবিধানিক গণতন্ত্রকে মজবুত করার পক্ষে দল লড়াই করে।
এদিনের এই আনুষ্ঠানে আইএসএফের রাজ্য সম্পাদক বিশ্বজিত মাইতি, অফিস সম্পাদক নাসিরুদ্দিন মীর সহ হাওড়া শহরের আইএসএফ নেতা নাসির খান, সেখ আব্দুর রাকিব প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শিবিরে রক্ত দিয়েছেন ৬৮ জন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct