সাবির আহমেদ , ঢোলা, আপনজন: কেন্দ্রের ওয়াকফ সংশোধনী বিল প্রত্যাহার, সংখ্যালঘুদের ওবিসি সংরক্ষণ তুলে দেওয়া ও মাদ্রাসা গুলোতে শিক্ষক নিয়োগের দাবিতে দক্ষিণ ২৪ পরগনার ঢোলাহাট থানার মাদার পাড়া সিদ্দিকীয়া নুরিয়া মাদ্রাসার মাঠে ফুরফুরা আহলে সুন্নাত ওয়াল জামাতের ডাকে রবিবার এক বিরাট জনসভা হয়। সভায় বক্তারা বর্তমান ভারতের বিভিন্ন রাজ্যে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে মুসলিম দলিত ও সংখ্যালঘুদের ওপর চলতে থাকা বিভিন্ন নির্যাতনের অভিযোগ তোলেন। সভার শুরুর দিকে সংগঠনের সহসভাপতি বায়জিদ আমিন সাম্প্রতিক উত্তর প্রদেশের লাউড স্পিকারে আজান দেওয়া মুয়াজ্জিনকে থানায় নিয়ে হেনস্থা ও দুই লক্ষ টাকা জরিমানা যেটা সংবিধান প্রদত্ত স্বাধীনতায় হস্তক্ষেপ এর তীব্র নিন্দা জানান।
সভায় প্রধান বক্তা ছিলেন পীরজাদা আব্বাস সিদ্দিকী। তিনি বলেন এতদিন চুপচাপ ছিলাম, কিন্তু নতুন প্রজন্মের কথা ভেবে দেখছি কথা আমাকে বলতেই হবে।
তিনি বলেন, ভারতের স্বাধীনতা আন্দোলনে বহু মানুষ প্রাণ দিয়েছে তাঁদের মধ্যে মুসলিম আলেম ওলামাদের সংখ্যা ছিল প্রায় তেষট্টি হাজার। তিনি কেন্দ্র সরকারের বিরুদ্ধে সুর চড়িয়ে বলেন,বর্তমান দেশের।নিত্যপ্রয়োজনীয় জিনিসের বাজার দর উর্দ্ধমুখী, বেকারত্ব দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে। নতুন কোন কলকারখানা হচ্ছে না।দেশের আদিবাসী, দলিত সংখ্যালঘু ও মহিলাদের কোন নিরাপত্তা নেই। মনিপুর জলছে। ট্রেনে বাসে বিভিন্ন মিথ্যা অভিযোগে সংখ্যালঘুদের পিটিয়ে মারা হচ্ছে। সরকার সেই দিকে সঠিক ভাবে নজর না দিয়ে। তাঁদের নিরাপত্তার কথা না ভেবে। বিজেপি সরকার হিন্দু মুসলমান দ্বন্দ বাধাতে চাইছে। আমাদের লড়াই হিন্দু মুসলিম লড়াই নয়। আমাদের লড়াই সংবিধান, গনতন্ত্র ও দেশ বাঁচানোর লড়াই।
আব্বাস বলেন, ওয়াকফ সম্পত্তি আমাদের পূর্বপুরুষদের দেওয়া। তা আমাদের কওমের উন্নয়নের কাজে ব্যবহার হবে। ওয়াকফ সংশোধনী বিল যেমন ইসলামের বিরুদ্ধে, তেমনি এ বিল সংবিধান বিরোধী। যতদিন পর্যন্ত কেন্দ্র সরকার তার অন্যায়কে মেনে নিয়ে ওয়াকফ সংশোধনী বিল প্রত্যাহার না করবে ততদিন এ লড়াই জারি থাকবে। তিনি দেশ নায়ক সুভাষচন্দ্র বসুর কথা তুলে ধরে উপস্থিত জনতাকে স্মরন করিয়ে দেন পরাধীন ভারতে ব্রিটিশদের তাড়াতে তিনি বলেছিলেন তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। আজ আপনারাই বলুন এ আন্দোলনে আমাদের সাথে থাকবেন তো? হাজার হাজার জনতা হাত তুলে জানান দেন তারা তাঁর সাথে আছেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন ঢোলার বিশিষ্ট শিক্ষক তৌফিক হোসেন, মাওলানা নুরুল্লাহ মোল্লা প্রমুখ। সমগ্র সভা সঞ্চালন করেন আজগার মোল্লা।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct