আপনজন ডেস্ক: অন্ধ্র প্রদেশের কুদ্দাপাহ শহরে জমিয়তে উলেমায়ে হিন্দ-এর আয়োজনে, ভারতীয় সংবিধান এবং জাতীয় ঐক্য রক্ষার সম্মেলনে লক্ষাধিক মানুষের সমাগম হয় রবিবার। এই সমাবেশে জমিয়ত উলামা হিন্দের সভাপতি মাওলানা আরশাদ মাদানি ওয়াকফ সংশোধনী বিলের তীব্র বিরোধিতা করে বলেন, এটি মুসলমানদের ধর্মীয় বিষয়ে হস্তক্ষেপকারী একটি বিল, যা কোনো মূল্যে মেনে নেওয়া যায় না।
মাওলানা আরশাদ মাদানি বলেন, এটা কিভাবে ন্যায়সঙ্গত যে আমাদের যা আছে তা অন্য কেউ রক্ষা করবে? তিনি এই বিলের সকল ত্রুটি-বিচ্যুতি তুলে ধরে বলেন, এই বিলের অস্তিত্ব শুধু মুসলমানদের ধর্মীয় ইস্যুই নয়, আমাদের সাংবিধানিক অধিকারের ওপরও আক্রমণ। তিনি বলেন, সংবিধান রক্ষা হলেই দেশ টিকে থাকবে এবং সংবিধান লঙ্ঘন হলে দেশের অখণ্ডতা হুমকির মুখে পড়বে।
তিনি আরও বলেন, জমিয়তে উলামা হিন্দ একটি রাজনৈতিক সংগঠন নয়, একটি ধর্মীয় সংগঠন যার লক্ষ্য দেশে শান্তি, ভালবাসা ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করা। তিনি জোর দিয়ে বলেন, মুসলমানরা তাদের মাতৃভূমিকে ভালোবাসে এবং এর অখণ্ডতার জন্য শান্তিপূর্ণভাবে বসবাস করতে চায়।
মাওলানা মাদানি বলেন, বর্তমানে কেন্দ্রীয় সরকার ওয়াকফ সংশোধনী বিল আনছে এবং একই সঙ্গে অভিন্ন দেওয়ানি বিধি প্রয়োগের কথা বলছে। এই সময়ে দেশের সবচেয়ে বড় হুমকি যদি হয় সংবিধান রক্ষা করা, তাহলে এর সমাধান আমাদের সকলের অভিন্ন দায়িত্ব। সংবিধান রক্ষা করা শুধু সরকারের দায়িত্ব নয়, জনগণেরও দায়িত্ব।
মাওলানা আরও বলেন, এই বিলটি মুসলমানদের ওয়াকফের অধিকার হরণ করার ষড়যন্ত্র এবং এটি প্রমাণ যে সরকার মুসলমানদের ধর্মীয় অধিকারে হস্তক্ষেপ করতে চায়। তিনি বলেন, ওয়াকফ রক্ষায় এই বিল আনা হলেও এতে যে পরিবর্তন করা হয়েছে তা প্রমাণ করে যে এই বিল আনা হচ্ছে মুসলমানদের তাদের ধর্মীয় সম্পত্তি থেকে বঞ্চিত করার জন্য। মুফতি মাসুম সাকিব, মাওলানা খালিদ সাইফুল্লাহ রহমানি, মুফতি গিয়াসউদ্দিন রহমানি সহ জমিয়তে উলেমায়ে হিন্দের বিভিন্ন নেতা এই সম্মেলনে উপস্থিত ছিলেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct