আপনজন ডেস্ক: ইসরায়েলের বিরুদ্ধে সংগ্রামরত ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি জানাতে ‘প্যালেস্টাইন’ লেখা ব্যাগ নিয়ে সংসদে গেলেন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধি। উল্লেখ্য, ইসরায়েলের ‘হামাসের বিরুদ্ধে যুদ্ধে’ কমপক্ষে ৪৫,০০০ ফিলিস্তিনি নিহত হয়েছে। কংগ্রেসের সাধারণ সম্পাদক এক বছরেরও বেশি সময় ধরে গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার এবং ফিলিস্তিনিদের সাথে সংহতি প্রকাশ করছেন।
প্রিয়াঙ্কা গান্ধির কাঁধে যে ব্যাগ ছিল তাতে অর্ধেক তরমুজের যেমন ছবি ছিল, লাল, সবুজ জলপাইয়ে আচ্ছাদিত প্যাটার্ন। উপরে ইংরেজিতে লেখা প্যালেস্টাইন। নীচে, বিপরীত কোণে, একটি সাদা পায়রা তার চঞ্চুতে আরেকটি জলপাইয়ের পাতা ধরে একটি স্বর্ণ রঙের গোলাকৃতির দিকে এগিয়ে যাচ্ছে।
উল্লেখ্য, গত সপ্তাহে নয়াদিল্লিতে প্যালেস্তাইন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স আবেদ এলরাজেগ আবু জাজের কেরালার ওয়ানাড থেকে কংগ্রেস নেত্রীকে অভিনন্দন জানাতে সোনিয়া গান্ধিকে ফোন করেছিলেন। প্রিয়াঙ্কা গান্ধি দীর্ঘদিন ধরে প্যালেস্তাইনের সার্বভৌমত্বের পক্ষে সোচ্চার এবং এই অঞ্চলে ইসরায়েলের গণহত্যামূলক কর্মকাণ্ডের সমানভাবে স্পষ্টবাদী সমালোচক।
গত জুনে ইসরায়েলের ‘গণহত্যামূলক কর্মকাণ্ডের’ সমালোচনা করে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারকে ‘বর্বরতা’ বলে অভিযুক্ত করেন।
মার্কিন কংগ্রেসে দেওয়া ভাষণে নেতানিয়াহু গাজায় ইসরায়েলের চলমান যুদ্ধকে সমর্থন করার পর কংগ্রেস সাধারণ সম্পাদক এ মন্তব্য করেন।
প্রিয়াঙ্কা বলেন, বেসামরিক নাগরিক, মা, বাবা, ডাক্তার, নার্স, ত্রাণকর্মী, সাংবাদিক, শিক্ষক, লেখক, কবি, প্রবীণ নাগরিক এবং হাজার হাজার নিষ্পাপ শিশুদের পক্ষে কথা বলাই যথেষ্ট নয়, যারা গাজায় ঘটে যাওয়া ‘ভয়াবহ গণহত্যায়’ দিনের পর দিন নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে।
তিনি বলেন, ঘৃণা ও সহিংসতায় বিশ্বাস করে না এমন সব ইসরায়েলি নাগরিকসহ প্রতিটি সৎ চিন্তাশীল ব্যক্তি এবং বিশ্বের প্রতিটি সরকারের নৈতিক দায়িত্ব ইসরায়েলি সরকারের গণহত্যা কর্মকাণ্ডের নিন্দা জানানো এবং এগুলো বন্ধ করতে বাধ্য করা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct