সঞ্জীব মল্লিক , বাঁকুড়া, আপনজন: চলতি বছরের অগ্রহায়ন মাসের শেষ দিনে উত্তরের কালিমপংকেও টেক্কা দিল দক্ষিণের জেলা বাঁকুড়া। রবিবাসরীয় সকালে হাওয়া অফিস সূত্রে পাওয়া খবর অনুযায়ী, এই জেলার সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস। একদিকে এই দিনটি এখনও পর্যন্ত জেলার ‘শীতলতম দিন’ হিসেবে চিহ্নিত হয়ে রইল, তেমনই চলতি মরশুমে এই প্রথম তাপমাত্রার পারদও ‘সিঙ্গল ডিজিজে’ পৌঁছাল।
বছরের অধিকাংশ সময় গরমে হাঁসফাঁস অবস্থা বাঁকুড়াবাসীর, সেই হিসেবে শীতের এই দিন গুলি বেশ ভালোই উপভোগ করছেন বলে এখানকার মানুষ। শীত মানেই তাঁদের কাছে মনের সুখে খাওয়া দাওয়া আর ব্যাপক ঘোরাঘুরি বলেই অনেকেই জানিয়েছেন।
বাঁকুড়া শহরের বাসিন্দা ব্রহ্মানন্দ লোহার বলেন, আমাদের জেলায় শীত তো ক্ষনিকের অতিথি, আমরা বেশ ভালোই উপভোগ করছি। তবে আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষের জন্য তিনি সমানভাবে সমব্যথীও। ওই সব মানুষের শীতের দিন গুলিতে খুব কষ্ট হয় বলেই তিনি জানান।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct