চন্দনা বন্দ্যোপাধ্যায় , বারুইপুর, আপনজন: বারুইপুর থেকে ফের চালু সুন্দরবনের বাস পরিষেবা।ফের চালু হল বারুইপুর থেকে ঝড়খালি,গদখালি, চুনাখালি বাস পরিষেবা। দীর্ঘ দিন এই পরিষেবা বন্ধ থাকায় মানুষ কে ক্যানিং যেতেই হয়রান হতে হচ্ছিল। বারুইপুর থেকে ক্যানিং যেতেই অটো ভাড়া পড়তো ৫০ টাকা। এই বাস ভাড়া মানুষের আয়ত্তের মধ্যেই রাখা হবে, পাশাপাশি ৪৬ টি বাস চলবে এই তিনটি রুটে বলে জানিয়েছেন বাস মালিক সংগঠন।রবিবার এই তিনটি রুটের বাস পরিষেবা উদ্বোধন করেন বিধানসভার স্পিকার তথা বারুইপুর পশ্চিমের বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায়।
এছাড়া উপস্থিত ছিলেন বারুইপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান গৌতম কুমার দাস,জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ জয়ন্ত ভদ্র,শ্রমিক সংগঠনের জেলা সভাপতি শক্তিপদ মন্ডল সহ আরো অনেকে।বিমান বাবু এদিন বলেন, চালকদের সতর্ক করে গাড়ি চালাতে হবে। কোনো ভাবেই এই পরিষেবা বন্ধ করা যাবে না।
প্রসঙ্গত, কয়েক বছর আগে বাস পরিষেবা চালু হলেও যাত্রী না থাকায় বন্ধ হয়ে গিয়ে ছিল এই পরিষেবা।আর আবার এই পরিষেবা চালু হওয়ায় খুশি সাধারণ মানুষ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct