মোহাম্মদ সানাউল্লা , নলহাটি, আপনজন: সমবায় নির্বাচনে তৃণমূলকে পরাজিত করলো বাম কংগ্রেস জোট। রবিবার নলহাটি এক ব্লকের কয়থা সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে শুরু হয় সমবায় নির্বাচন। তাকে ঘিরে সকাল থেকেই ছিল চাপা উত্তেজনা। উল্লেখ্য ১২ বছর পরে কয়থা সমবায় পরিচালন সমিতির নির্বাচন হল।সেখানে বাম কংগ্রস জোট পেয়েছে ২০ টি আসন। তৃণমূল ১৭ টি।
ক্ষমতা দখল হতেই এই জয়কে দূর্নীতির বিরুদ্ধে জয় বলে দাবি করেছে বাম- কং জোট। স্থানীয় সিপিএম নেতা নাসিম শেখ এবং কংগ্রেস যুব নেতা নাসিরুল শেখ জানান, সমবায় ঘিরে দূর্নীতির নানা অভিযোগ ছিল। ধান কাটা মেশিন, ট্রাক্টার ইস্যুতে মানুষ ভোট দিয়েছে।তার দাবি সঠিক নির্বাচন হলে সর্বত্র কয়থার ফল হবে। ৩৭ টি আসনের ৩৫৮০ জন নির্বাচক। বাম কংগ্রেসের দিকে সমর্থন জানানোয় চিন্তায় এলাকার তৃণমূল নেতারা। অবশ্য এ ব্যাপারে তৃণমূল নেতৃত্বরা কোনও মন্তব্য করতে চাননি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct