মোল্লা মুয়াজ ইসলাম , বর্ধমান, আপনজন: বর্ধমান ইউনিভার্সিটি কর্মচারী সমিতি আইএনটিটিইউসির উদ্যোগে রবিবার একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের বিদ্যুৎ ও অচিরাচরিত শক্তি বিভাগের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এবং রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি ও কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, এবং ছাত্র পরিষদের জেলা সভাপতি স্বরাজ ঘোষসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, “পশ্চিমবঙ্গ ক্ষুদ্র শিল্পে ভারতবর্ষের মধ্যে এক নম্বর। ধানের উৎপাদনেও আমরা শীর্ষে। এছাড়াও, ভারতবর্ষের অন্যান্য রাজ্যের তুলনায় কৃষি ঋণ আমাদের রাজ্যে সবচেয়ে কম। বিরোধীদের দাবি সত্ত্বেও বাংলা নানা ক্ষেত্রে এগিয়ে রয়েছে।” তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যের উন্নয়নের প্রসঙ্গ তুলে ধরে বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন প্রকল্পের ফলে বাংলার মানুষ উপকৃত হয়েছেন। এই বাংলা একদিন ভারতের শীর্ষ রাজ্য হবে।”
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct