সাবের আলি , বড়ঞা, আপনজন: উপহারে পাওয়া কম্পিউটার প্রিন্টার ‘ফেরত’ দেননি বড়ঞার বিধায়ক বলে অভিযোগ। ‘উপহার’ হিসেবে দেওয়া একটি কম্পিউটার প্রিন্টার ফেরত দেওয়ার জন্য মুর্শিদাবাদের বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে ফোন করে আর্জি জানালেন বড়ঞা (উত্তর) ব্লক তৃণমূল কংগ্রেস সহ সভাপতি তথা বড়ঞা পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা মাহে আলম।
তৃণমূল সূত্রের খবর, দিন কয়েক আগে বিধায়ককে ফোন করেছিলেন ব্লক সহ-সভাপতি। তখন তাঁদের মধ্যে যে কথোপকথন হয়েছিল তার অডিও ক্লিপ সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে (যদিও এই অডিও ক্লিপের সত্যতা আপনজন যাচাই করেনি)। তবে সমাজমাধ্যমে ভাইরাল হওয়া কথোপকথনের দু’প্রান্তে থাকা তৃণমূল বিধায়ক এবং তৃণমূল ব্লক সহ-সভাপতি স্বীকার করে নিয়েছেন এই কথোপকথন তাঁদেরই। ভাইরাল হওয়া কথোপকথনে দুজনকে বলতে শোনা যাচ্ছে -জীবনকৃষ্ণ সাহাকে তিনি যে প্রিন্টারটি দিয়েছিলেন তা ফেরত দেওয়ার জন্য। অন্যদিকে বিধায়ক জীবনকৃষ্ণ সাহা জানান ‘দানের’ জিনিস কেউ ফেরত নেয় না।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct