নিজস্ব প্রতিবেদক, ক্যানিং, আপনজন: দক্ষিণ ২৪ পরগনা জেলা জমিয়ত উলামার নেতৃত্বে ক্যানিং ১ নম্বর ব্লকের ইমাম সাহেব ও মাদ্রাসার জিম্মাদারগণ ও সংগঠনের সদস্যবৃন্দদেরকে নিয়ে অনুষ্ঠিত হলো কর্মী সম্মেলন। সভায় বক্তব্য রাখেন দক্ষিণ ২৪ পরগনা জেলা জমিয়তে উলামার সাধারণ সম্পাদক মুফতি আমিনুদ্দীন সাহেব তিনি বলেন, ভারতের ধর্মনিরপেক্ষ সংবিধান প্রত্যেক নাগরিককে ধর্মের স্বাধীনতা, তাদের পছন্দের ধর্ম গ্রহণ করার এবং প্রচার করার অধিকার দিয়েছে এই সংবিধান আমাদের শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা ও পরিচালনার পূর্ণ স্বাধীনতা প্রদান করেছে। কিন্তু কেন্দ্র সরকার যেভাবে মুসলমানদের বিরুদ্ধে এক একটা ধর্মের উপরে আঘাত দেওয়া কানুন নিয়ে আসছে, কখনো তিন তালাক, কখনো ইউনিফর্ম সিভিল কোড, কখনো এনআরসি, কখনো হিজাব এবং এখন যেমন ওয়াকফ সংশোধনের বিল এনে মুসলমানদের হয়রানি করার চেষ্টা চালাচ্ছে। জমিয়েত উলামায়ে হিন্দ ভারতবর্ষের ঐতিহ্যবাহী অরাজনৈতিক একটা সংগঠন যারা সর্বদাই সমাজের কল্যাণার্থে নিঃস্বার্থে মানবজাতির পাশে থেকে কাঁধে কাঁধ মিলিয়ে সর্ব ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের সেবা করে চলেছে এটা আজকের কথা নয় এটা আজ থেকে ১০০ বছরের পূর্বে আমাদের ওলামায়ে কেরামদের রেখে যাওয়া নিদর্শন যেটা এখনো পর্যন্ত আমাদের আকাবিরগণ অব্যাহত রেখেছেন। ইতিহাস সাক্ষী আছে এই ঐতিহ্যবাহী সংগঠনের উলামা সর্বদা সব জায়গায় ভাতৃত্ব বজায় রাখার এবং একে অপরের মধ্যে মিল মহব্বতের সাথে বসবাস করার আহ্বান জানিয়ে এসেছে। কিন্তু যারা এই ধরনের হিংসা বিদ্বেষ ছড়ানোর কাজ করে তারা জাতির দুশমন দেশের দুশমন। এছাড়াও সভায় বক্তব্য রাখেন জেলা জমিয়তের সভাপতি মাওলানা হাসানুজ্জামান, মুফতী আয়াতুল্লাহ সরদার প্রমুখ।
ছবি: জাকির সেখ
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct