অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট, আপনজন: আরজি কর হাসপাতালে চিকিৎসকের ধর্ষণ এবং খুনের মামলায় জামিন পেয়েছেন আরজি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। অভিযোগ সিবিআই-এর ঘৃণ্য ষড়যন্ত্রের ফলে জামিন মিলেছে তাদের।তাই এই ঘটনার প্রতিবাদে প্রতিবাদ মিছিলে সামিল হয় বামেরা।
পাশাপাশি এই জামিনের ঘটনায় মোদি-মমতার সেটিং রয়েছে বলেই স্পষ্টভাবে জানানো হয় বামফ্রন্টের তরফে। রবিবার বামফ্রন্টের কর্মী সমর্থকরা কুমারগঞ্জ এরিয়া কমিটির ডাকে গোপালগঞ্জ বাজারে প্রতিবাদ মিছিলের সামিল হন। মিছিলে নেতৃত্ব দেন পার্টির এরিয়া ও জেলা নেতৃত্ব রণজিৎ কুমার তালুকদার, দিপালী সরেন সহ অন্যান্য এরিয়া নেতৃত্ব।
এবিষয়ে সিপিআই(এম) কুমারগঞ্জ এরিয়া কমিটির সম্পাদক রনজিত তালুকদার জানান,
‘কলকাতার আর.জি.কর হাসপাতালে হত্যাকাণ্ডের বিরুদ্ধে আজ সিপিআই(এম)- কুমারগঞ্জ এরিয়া কমিটির ডাকে গোপালগঞ্জ বাজারে সিবিআই-এর ঘৃণ্য ষড়যন্ত্রের ফলে দোষীদের জামিনের প্রতিবাদে এবং এই চক্রান্তের সঙ্গে যুক্ত মোদি-মমতার সেটিং এর বিরুদ্ধে একটি প্রতিবাদ মিছিল সংঘটিত হয়।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct