নিজস্ব প্রতিবেদক, কলকাতা, আপনজন: শুধু ডাক্তার ইঞ্জিনিয়ার গড়া নয়, কীভাবে সরকারি অফিসার গড়া যায় সেদিকে মনোনিবেশ করে েআল আমীন মিশন। তাই তারা আল আমীন স্টাডি সার্কলের অধনে বিভিন্ন পেমাভিত্তিক কোর্সের প্রশিক্ষণ দিয়ে তাকে। ডব্লিউবিসিএস (এক্সিকিউটিভ) মেইন পরীক্ষা ২০২২-এর সদ্য প্রকাশিত ফলাফলে আল-আমীন মিশনের প্রশিক্সণ কেন্দ্র থেকে সফল পরীক্ষার্থীরা পার্সোনালিটি টেস্টের ডাক পেয়েছে। মুর্শিদাবাদের লালগোলা ব্লকের বিশ্বনাথপুর গ্রামের এতিম জামিলা হান্নান-এর এই সাফল্যে তার আম্মা নাসিমা বানুর চোখ আনন্দাশ্রুতে ভরা। জামিলার আব্বা আবদুল হান্নান প্রয়াত। প্রাইভেট টিউশনির সামান্য আয়েই কষ্টকরেই সংসার নির্বাহ করেন বিধবা নাসিমা বানু। আল-আমীন খুব কম ফীজেই জামিলাকে আবাসিক হস্টেলে রেখে জামিলার স্বপ্ন পূরণে সহায়তা করেছে। জামিলা জানায় সে এই সাফল্যেই থেমে থাকতে রাজী নয়, সে আরও বড়ো সাফল্যের জন্যে প্রস্তুত হচ্ছে। পিএসসি ২০১৯-এর সাফল্যে জামিলা বর্তমানে আইসিডিএস সুপারভাইজার।
পশ্চিম মেদিনীপুরের ঘাটাল থানার সোলাগেড়িয়া গ্রামের কৃষক শেখ লুতফর রহমান ও তসলিমা বিবির সন্তান শেখ মনজুর আহম্মেদের সাফল্যে বাড়িতে খুশির বাতাস বইছে। এর আগে মনজুর ডব্লিউবিপি এস. আই., এমটিএস ও অ্যাসিস্ট্যান্ট ট্যাক্স কমিশনার পদে সফল হয়েছে। প্রান্তিক কৃষক পরিবারের সন্তান রাজকুমার শেখ-এর বহুদিনের স্বপ্ন ছিল রাজ্যের প্রশাসনিক দপ্তরের মাধ্যমে রাজ্যবাসীকে পরিষেবা প্রদান। সেটির সাফল্যের দোরগোড়ায় নদীয়া জেলার নাকাশিপাড়া থানার কাঁঠালবেড়িয়া গ্রামের তাজিজুল শেখ ও সোনা বিবির সন্তান রাজকুমার শেখের। এর আগে রাজকুমার কৃষি প্রযুক্তি সহায়ক (কেপিএস) পদে সাফল্য পায়।
আল-আমীন মিশন একাডেমি বারুইপুর থেকে আবাসিক কোচিং নেওয়া সফল পরীক্ষার্থীদের মুবারকবাদ জানিয়েছেন আল-আমীন মিশনের সাধারণ সম্পাদক এম নুরুল ইসলাম।
তিনি জানান নিউটাউনের নির্মীয়মাণ ক্যাম্পাস আল-আমীন মিশন সেন্টার ফর এডুকেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং-এ অচিরেই উন্নত মানের সর্বোত্তম সুবিধাযুক্ত ডব্লিউবিসিএস এবং ইউপিএসসি-এর কোচিং শুরু হবে।
আল-আমীন মিশন স্টাডি সার্কলের ডিরেক্টর দিলদার হোসেনও আল আমীনের সফলদের অভিনন্দন জানিয়েছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct