নকিব উদ্দিন গাজি ও আসিফা লস্কর, ডায়মন্ডহারবার, আপনজন: রবিবার বিকেলে হঠাৎই বিকট আওয়াজ। এরপর কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। একের পর এক বিস্ফোরণের আওয়াজ। এলাকাবাসীরা তড়িঘড়ি ঘটনাস্থলে এসে দেখে দাউ দাউ করে জ্বলছে একটি বাড়ি। এমনই চঞ্চল্যকর ঘটনা ঘটে রবিবার বিকেলে দক্ষিণ ২৪ পরগনা ডায়মন্ড হারবারে বারদ্রোন এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার বিকেলে বারদ্রোনের লস্কর পাড়া এলাকায় বাজি বিস্ফোরণে এক নাবালকের মৃত্যু হয়েছে। জখম হয়েছে আরও দুজন। জখমদের উদ্ধার করে কলকাতায় হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার বিকেলে ডায়মন্ড হারবারের বারদ্রোন নস্কর পাড়ায়। পুলিশ জানিয়েছে মৃতের নাম রিজুপাইক (১৪)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই গ্রামের দেবদাস হালদার আতস বাজি তৈরি করে। এলাকায় বিভিন্ন অনুষ্ঠান তা বিক্রি হয়। এদিন বছর ৪৫ বয়সী দেবদাস এর বাড়ির পিছনে একটি মুরগির পরিত্যক্ত খামারে আতশবাজি তৈরি করছিল। সে সময় সঙ্গে ছিলেন নিজের শ্যালক সানু পুরকাইত (২৭)। বাজি তৈরির সময় আচমকা বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে তিনজন। ওই নাবালকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মারা যায়। আগুন নেভাতে ঘটনাস্থলে আসে ডায়মন্ড হারবারের দমকল কেন্দ্রের একটি ইজ্ঞিন। পুলিশ জানিয়েছে, বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে এক এলাকাবাসী জানান, রবিবার বিকেলে হঠাৎই বিকট আওয়াজ হয়। এরপর কালো ধোঁয়ায় ছেয়ে যায়। আমরা গিয়ে দেখি একের পর এক বাজি ফাটছে ওই বাড়ি থেকে। এরপর আমরা দমকালকে খবর দেয়া হয়। দমকলের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। ওই পরিত্যক্ত মুরগি ফার্ম এর মধ্যে প্রচুর পরিমাণে বিস্ফোরক মজুদ থাকার কারণে আগুন নেভাতে কিছুটা বেগ পেতে হয় দমকালকে। সম্পূর্ণ বিষয় তদন্ত শুরু করেছে ডায়মন্ড হারবার থানার পুলিশ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct