সুব্রত রায়, কলকাতা, আপনজন: আমি একজন সেকুলার। ভারত বর্ষ আমার দেশ।আমি একজন সেকুলার হয়েই এই ভারতবর্ষে শেষ নিঃশ্বাস ত্যাগ করব। বিজেপি কি কুৎসা করলো এবং রটনা করল তার উত্তর আমি দেবো না। রবিবার চেতলায় একটি রক্ত দান শিবিরের অনুষ্ঠানে যোগ দিয়ে শনিবার সংখ্যালঘুদের সংখ্যাগুরু হওয়া প্রসঙ্গে এভাবেই নিজের অবস্থান পরিষ্কার করলেন মেয়র ফিরহাদ হাকিম। সেই সঙ্গে মিডিয়ার একের পর এক প্রশ্নে কিছুটা মেজাজ হারালেন কলকাতা পুরসভার মেয়র। এই প্রসঙ্গে তৃণমূল নেতা কুনাল ঘোষ রবিবার সন্ধ্যায় বলেন, ফিরহাদ হাকিম শনিবার সংখ্যালঘু ছেলেমেয়ে ,ছাত্র-ছাত্রীদের আগামী দিন ভবিষ্যৎ জীবনের উন্নয়ন এবং তাদের উন্নতির বিষয়ে বলতে গিয়ে একটি শব্দ প্রয়োগ করাকে কেন্দ্র করে বিতর্ক সৃষ্টি হয়েছে। কিন্তু মেয়র ফিরহাদ হাকিম একজন সেকুলার। বিরোধীরা অযথা একে কেন্দ্র করে বিতর্ক সৃষ্টি করতে চাইছে। একই সঙ্গে কুনাল ঘোষ ফিরহাদ হাকিমের বক্তব্য প্রসঙ্গে মুর্শিদাবাদের বিধায়ক হুমায়ুন কোভিদ এবং প্রাক্তন আইপিএস অফিসার ও রাজ্যের প্রাক্তন মন্ত্রী সহ ২ হুমায়ুন কবীরদের সতর্ক করে বলেন আপনারা কেউই এমন কোন মন্তব্য করবেন না যাতে বিরোধী দল সহ বিজেপি তাতে সুযোগ পায়। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, শনিবার ধনধান্য স্টেডিয়ামে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মেয়র ফিরহাদ হাকিম দাবি করেন আল্লাহর আশীর্বাদ থাকলে একদিন আজকের সংখ্যালঘুরা সংখ্যাগুরু হবে। সংখ্যালঘু ছাত্র-ছাত্রীদের এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শনিবার তিনি বলেন, জনসংখ্যায় পশ্চিমবঙ্গে আমরা ৩৩ শতাংশ রয়েছি। গোটা দেশে ১৭ শতাংশ ।তাই আমাদের সংখ্যালঘু বলা হয়। কিন্তু আগামী দিনে আমরা আর সংখ্যালঘু থাকব না। আমরা সংখ্যাগুরু হব। তার সেই বক্তব্য ঘিরে ইতিমধ্যে বিভিন্ন মহলে বিতর্ক সৃষ্টি হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct