আপনজন ডেস্ক: সম্প্রতি মহারাষ্ট্রের নন্দুরবার জেলার প্রকাশা গ্রামে এক হিন্দুত্ববাদী ব্যক্তি স্থানীয় একটি মসজিদে আজানে বাধা দেয়। উগ্র ডানপন্থী হিন্দুত্ববাদী সমর্থক হিসেবে বর্ণনা করা ওই ব্যক্তি আজানের সময় মসজিদে প্রবেশ করেন এবং লাউডস্পিকার বন্ধ করার দাবি জানান। মুয়াজ্জিন (নামাজের আজান দানকারী) অস্বীকৃতি জানালে ওই ব্যক্তি তাকে হয়রানি করেন বলে অভিযোগ।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, গেরুয়া পোশাক পরা ওই ব্যক্তি মসজিদে ঢুকে মুয়াজ্জিনের মুখোমুখি হচ্ছেন। অন্যান্য মুসল্লিরা হস্তক্ষেপ করে, পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে এবং মুয়াজ্জিনকে ঝগড়া থেকে দূরে সরিয়ে দেয়। জানা গিয়েছে, আজান শুনে মসজিদে ঢোকার সময় কাছেই একটি কর্মসূচি চালাচ্ছিলেন ওই বাসিন্দা। এই ঘটনাটি ব্যাপক ক্ষোভের জন্ম দিয়েছে এবং এই অঞ্চলে ক্রমবর্ধমান অসহিষ্ণুতা সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছে।
নন্দুরবারের পুলিশ সুপার শ্রাবণ দত্ত জানিয়েছেন, কর্তৃপক্ষ ঘটনাটি সম্পর্কে অবগত এবং আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। মহারাষ্ট্রে আজানে লাউডস্পিকারের ব্যবহার ঘিরে যে উত্তেজনা তৈরি হয়েছে, এই ঘটনা তারই অংশ। ২০২২ সালের এপ্রিলে একটি আঞ্চলিক হিন্দু দলের নেতা রাজ ঠাকরে দাবি করেছিলেন যে মসজিদ ও অন্যান্য ধর্মস্থানে অনুমোদিত শব্দের সীমা মেনে চলবে। এর আগে ২০২২ সালের মে মাসে, মুম্বইয়ে লাউডস্পিকারের মাধ্যমে আজান বাজানোর অভিযোগে দু’জনের বিরুদ্ধে শব্দ বিধি লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছিল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct