আপনজন ডেস্ক: বিদেশি কোচ এনেও শেষ রক্ষা হচ্ছে না মহামেডান স্পোর্টিং ক্লাবের। একের পর এক ম্যাচ হেরেই চলেছে অাইএসএল-এ। রবিবার কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে হেরে গেল সাদা-কালো ব্রিগেড। ম্যাচের ফল ১-০। প্রথমার্ধ গোলশূন্য থাকার পর ৪৯ মিনিটে ম্যাচের একমাত্র গোল করেন বিক্রম প্রতাপ সিং। মহম্মদ ইরশাদের ভুলে প্রথমার্ধেই ১০ জনে হয়ে যায় মহামেডান স্পোর্টিং। ৩২ মিনিটে প্রথম হলুদ কার্ড দেখার পর ৩৫ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ইরশাদ। ফলে ৫৫ মিনিটেরও বেশি সময় ১০ জনে খেলতে হয় আন্দ্রে চেরনিশভের দলকে। এমনিতেই পরপর হেরে দলের আত্মবিশ্বাস তলানিতে, তার উপর পুরো দ্বিতীয়ার্ধ ১০ জনে খেলতে হওয়ায় কোণঠাসা হয়ে পড়ে মহামেডান স্পোর্টিং। মুম্বই সিটি এফসি ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল। তবে লালিয়ানজুয়ালা ছাংতেরা গোলের সুযোগ নষ্ট করায় ব্যবধান বাড়েনি। মহামেডান স্পোর্টিং ক্লাবকে হারিয়ে ১১ ম্যাচ খেলে ১৭ পয়েন্ট নিয়ে ৭ নম্বরে উঠে এল মুম্বই সিটি এফসি। চলতি আইএসএল-এ রবিবার চতুর্থ জয় পেলেন ছাংতেরা। অন্যদিকে, ১১ ম্যাচ খেলে ৫ পয়েন্ট নিয়ে লিগ টেবলে ১৩ নম্বরেই থেকে গেল মহামেডান স্পোর্টিং। এখনও পর্যন্ত মাত্র ১ ম্যাচেই জয় পেয়েছে তারা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct