আপনজন ডেস্ক: আর জি কর হাসপাতাল ধর্ষণ ও হত্যা মামলায় সিবিআই তদন্তের প্রতিবাদে মঙ্গলবার থেকে কলকাতার কেন্দ্রস্থলে অবস্থান বিক্ষোভ শুরু করার পরিকল্পনা করেছিল ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস (ডব্লিউবিজেপিডি)।
এক পদাধিকারী জানিয়েছেন, পাঁচটি সংগঠনের সমন্বয়ে গঠিত সংগঠন ডব্লিউবিজেপিডি-র প্রস্তাবিত বিক্ষোভ ২৬ ডিসেম্বর পর্যন্ত ডোরিনা ক্রসিংয়ে অনুষ্ঠিত হবে। ডব্লিউবিজেপিডির যুগ্ম আহ্বায়ক চিকিৎসক পুণ্যব্রত গুন বলেন, “আমরা অবিলম্বে সিবিআইকে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেওয়ার দাবি জানাচ্ছি।
তিনি বলেন, ১০ দিনের বিক্ষোভের অনুমতি চেয়ে কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মাকে চিঠি দিয়েছে ডব্লিউএসডিএসডি।
তিনি বলেন, ‘আমরা পুলিশের কাছে অনুমতি চেয়েছি যান চলাচল বিঘ্নিত না করে অস্থায়ী মঞ্চ তৈরি করতে। আমরা তাদের আশ্বস্ত করেছি যে সমস্ত আইনি ও সুরক্ষা নির্দেশিকা অনুসরণ করে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে বিক্ষোভ পরিচালনা করা হবে। তারা পুলিশকে সমস্ত অংশগ্রহণকারীদের সুরক্ষা নিশ্চিত করতে বলেছে। শনিবার এই ইস্যুতে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে সিবিআই দফতর অভিমুখে পদযাত্রার আয়োজন করে ডব্লিউএসবিডি।
গত ৯ আগস্ট কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের কর্তব্যরত এক মহিলা চিকিৎসকের মৃতদেহ উদ্ধার হয়। ধর্ষণ হত্যা মামলায় আর জি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ এবং তালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের জামিন মঞ্জুর করল শিয়ালদহ আদালত।
বাধ্যতামূলক ৯০ দিনের মধ্যে সিবিআই চার্জশিট পেশ করতে ব্যর্থ হওয়ায় তাঁদের জামিন দেওয়া হয়।
উল্লেখ্য, গত শুক্রবার আরজি কর ধর্ষণ ও খুনের মামলায় জামিন পেয়েছেনসন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। ২০০০ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দেওয়া হয়েছে তাদের। এ ব্যাপারে সন্দীপের ‘সিবিআই কোনও প্রমাণ জমা দিতে পারেনি। ৯০০ ঘণ্টা ফুটেজ ৪ দিনে দেখে শেষ করতে পারবে না।’ অন্যদিকে, সিবিআইয়ের আইনজীবীরা জানান, এই মামলার তদন্ত চলছে। তাই সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া হচ্ছে না।
সন্দীপদের জামিন পাওয়ার খবরে সিবিআইয়েল ভূমিকা নিয়ে ‘হতাশা’ প্রকাশ করেন নির্যাতিতার বাবা-মা। এভাবে অভিযুক্তদের জামিন হওয়ায় শনিবার দুপুরে সল্টলেকের করুণাময়ী থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত মিছিল করেন জুনিয়র ডাক্তারদের একাংশ। জুনিয়র ডাক্তারদের বক্তব্য, আরজি করের ধর্ষণ এবং খুনের মামলায় ৯০ দিনের মধ্যে চার্জশিট দিতে না-পারা সিবিআইয়ের ব্যর্থতা। পরে মিছিল থেকে এক প্রতিনিধিদল সিজিও কমপ্লেক্সের সিবিআই দফতরে গিয়ে তদন্তকারী আধিকারিকের সঙ্গে কথা বলেন। অবশেষে ফের বিক্ষোভের পথে নামছেন তারা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct