নকিব উদ্দিন গাজী, ডা. হারবার, আপনজন: ডায়মন্ড হারবার পৌরসভার অন্তর্গত নুনগোলার মিউজিয়ামে দুষ্প্রাপ্য দেসি বিদেশি নোট ও সোনার রুপার মুদ্রা চুরির ঘটনায় তম্বিত এলাকার বাসিন্দারা কয়েক লক্ষ টাকার এই বিদেশী নোট ও মুদ্রা দাম হতে পারে সর্বস্ব চুরি যাওয়ায় মিউজিয়াম থেকে , চাঞ্চল্যকর ঘটনা ঘটে
দক্ষিণ ২৪ পরগনা ডায়মন্ড হারবার নুনগোলার দক্ষিণ বঙ্গ সংগ্রহশালা ।দুঃসাহসিক চুরি হয় বিদেশী মুদ্রার ও টাকা সর্বস্ব লুট করে নিয়ে চলে যায় দুষ্কৃতীরা।যেখানে ঐতিহাসিক পুরনো জিনিস সংগ্রহ করে রাখা হয়েছে স্কুলের ছাত্রছাত্রীরা এই সংগ্রহশালাতে শনিবার রবিবার আসে তাদের জ্ঞান অর্জন করার জন্য ডায়মন্ড হারবার কেল্লার জিনিসপত্র ছিল যেখানে ২০০ ৩০০ বছরের বিভিন্ন জিনিস সংগ্রহ রাখা হয়েছিল যা দক্ষিণ ২৪ পরগনার মিউজিয়াম নামে পরিচিত এই ডায়মন্ডহারবার পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডে নুনগোলাতে অবস্থিত। তোমার খোলা হাওয়া মিউজিয়ামের সম্পাদক সংকর সরকার বলেন অন্যান্য জিনিস এ হাত না দিয়ে চুরি না করে কেবল দুষ্প্রাপ্য বিদেশী মুদ্রা এবং নোট গুলো চুরি করে দুষ্কৃতীরা যার মূল্য কয়েক লক্ষ টাকা বিশেষ করে এইসব জিনিস সংগ্রহ করতে আমাদের অনেকটাই সময় সাপেক্ষ লেগেছে এই জিনিসগুলোকে আবার কিভাবে ফিরে পাব তা এখনো বুঝতে পারছি না যেগুলো বর্তমান ছাত্র-ছাত্রীদের জানা এবং চেনা অনেকটাই কাজে লাগতো। শনিবার বিকেলে দরজা খুলতে গিয়ে দেখা যায় সমস্ত মূল্যবান জিনিস চুরি করে নিয়ে গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ডায়মন্ড হারবার থানার পুলিশ। কে বা কারা চুরি করেছে এখনো পর্যন্ত জানা যায়নি। তবে আশেপাশে সিসি টিভি ক্যামেরার ছবি দেখে দুষ্কৃতীদের ধরার জন্য তদন্ত শুরু করেছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct