নিজস্ব প্রতিবেদক, তমলুক, আপনজন: আর জি কর কাণ্ডে অভিযুক্ত সন্দীপ ঘোষ ও অভিজিৎ মন্ডলের বিরুদ্ধে চার্জশিট না দিয়ে জামিনে মুক্ত হতে দেওয়ায় কেন্দ্র-রাজ্যের হীন যোগসাজশের বিরুদ্ধে এবং অভয়ার ন্যায় বিচারের দাবিতে শনিবার এস ইউ সি আই (কমিউনিস্ট) দলের পক্ষ থেকে মেছেদায় প্রতীকী পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করা হয়। মেচেদার পাঁচমাথা মোড়ের এই কর্মসূচিতে নেতৃত্ব দেন দলের জেলা সম্পাদক মন্ডলী সদস্য সুব্রত দাস ও মধুসূদন বেরা।পুলিশের হস্তক্ষেপে পথ অবরোধ তুলে নেওয়া হয়।ওই দাবিতে বিক্ষোভকারীরা মেচেদা স্টেশন থেকে বাজার পর্যন্ত বিক্ষোভ মিছিলও করে।অন্যদিকে তমলুক শহরের মানিকতলার মাতঙ্গিনী মূর্তির পাদদেশ থেকে জেলা হাসপাতাল মোড়ের ক্ষুদিরাম মূর্তির পাদদেশ পর্যন্ত বিক্ষোভ মিছিল হয়।নেতৃত্ব দেন দলের উত্তর সাংগঠনিক সম্পাদক প্রণব মাইতি ও চিন্ময় ঘোড়ই প্রমূখ।দলের জেলা মুখপাত্র নারায়ণ চন্দ্র নায়ক জানান,ওই একই দাবিতে পাঁশকুড়া, দেউলিয়া, ভোগপুর, হলদিয়া, ময়না সহ জেলার বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করা হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct