নিজস্ব প্রতিবেদক, লালগোলা, আপনজন: সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়ার উদ্যোগে সপ্তহব্যাপী যে নদী ভাঙ্গন প্রতিরোধ পদযাত্রার আয়োজন করা হয়েছিল তার আজ চূড়ান্ত “গর্জন সমাবেশ” এর আয়োজন হল লালগোলা এম এন অ্যাকাডেমি ময়দানে।উপস্থিত ছিলেন এসডিপিআই এর সর্বভারতীয় সহ-সভাপতি মহম্মদ শাফী মহাশয়, ওমেন ইন্ডিয়া মুভমেন্ট এর কেন্দ্রীয় সভাপতি ইয়াসমিন ইসলাম, কেন্দ্রীয় সম্পাদক রুনা লায়লা, এস ডি পি আই এর পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি তায়েদুল ইসলাম, পশ্চিমবঙ্গ সহ-সভাপতি মোঃ শাহাবুদ্দিন, পশ্চিমবঙ্গ সাধারণ সম্পাদক হাকিকুল ইসলাম, এপিডিআরের মুর্শিদাবাদ জেলার সাধারণ সম্পাদক রাহুল চক্রবর্তী, এপিডিআর এর বিশিষ্ট সংগীতশিল্পী টুম্পা ঝা (বহরমপুর ব্রাঞ্চ কমিটির সম্পাদক), বিশিষ্ট সংগীতশিল্পী জয়নাল আবেদীন এবং আফতাব ইসলাম, গণ সংগ্রাম মঞ্চের অঞ্জন প্রামাণিক মহাশয়। এছাড়াও এস ডি পি আই এর অন্যান্য রাজ্য নেতৃত্ব, জেলা নেতৃত্ব এবং বিধানসভা কমিটির নেতৃত্বরা উপস্থিত ছিলেন।
সভাকে কেন্দ্র করে উদ্বোধনী ভাষণ প্রদান করেন উত্তর মুর্শিদাবাদ জেলা সভাপতি মোহাম্মদ জাইসুদ্দিন। উদ্বোধনী ভাষণে তিনি কেন্দ্রীয় নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব সহ সভায় উপস্থিত সকলকে অভ্যর্থনা জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য তুলে ধরেন। সভায় উপস্থিত বেশ কয়েক হাজার জনগণকে সামনে রেখে তিনি উল্লেখ করেন ভারতের সমস্ত জেলার মধ্যে ‘মুর্শিদাবাদ ‘ এমন একটি জেলা যা সরকারের বিভিন্ন কৌশলে সবদিক থেকে পিছিয়ে পরা জেলা হিসেবে চিহ্নিত হয়েছে এবং এ জেলার জ্বলন্ত সমস্যা গলির অন্যতম হল নদী ভাঙ্গন। যাকে নিয়ে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার বেশ কয়েক দশক ধরে অবহেলা করেই চলেছে।
গর্জন সমাবেশে উপস্থিত এস ডি পি আই এর কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মোহাম্মদ শাফি তার বক্তব্যে তুলে ধরেন যে ভারত একসময় ইংরেজদের পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ থাকলেও বহু রক্তক্ষয়ের বিনিময়ে স্বাধীনতা ফিরে পায়। যার ফলে এদেশ পায় একগুচ্ছ নেতৃত্ব। কেন্দ্রের বিজেপি সরকার ও আরএসএস রা জয় শ্রী রাম স্লোগানের মাধ্যমে মুসলিম সম্প্রদায়ের মধ্যে যে ভীতি তৈরীর অপপ্রয়াস চালাচ্ছে তা অপচেষ্টা ছাড়া আর কিছুই নয় কারণ মুসলিম সম্প্রদায় এই অপচেষ্টা রুখতে জেল যেতে এমনকি জীবন দিতেও প্রস্তুত রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
ছবি: আলম সেখ
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct