রঙ্গীলা খাতুন, কান্দি, আপনজন: ২ বছর আগে দন্ত চিকিৎসক হিসাবে বহড়া গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে যোগ দেন পৌলমী। খুবই সাদাসিধে এবং মিষ্টভাষী ছিলেন কিন্ত ঘটে গেলো অঘটন। নিজের বাড়ি থেকেই তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার। গলায় দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় মুর্শিদাবাদের কান্দি থানার বহড়া গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রের মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, আত্মহত্যা করেছেন তিনি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে শোয়ার ঘর থেকে এক মহিলা চিকিৎসকের ঝুলন্ত দেহ উদ্ধার করে পরিবার। শনিবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের কান্দি এলাকায়। মৃতার নাম পৌলমী বিজয়পুরী (৩২)। তিনি বহড়া গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক ছিলেন। পরিবারের দাবি, মানসিক অবসাদে আত্মঘাতী হয়েছেন ওই চিকিৎসক। যদিও নামপ্রকাশে অনিচ্ছুক পরিবারের কয়েক জন সদস্য এবং প্রতিবেশীর দাবি, পছন্দের পাত্রের সঙ্গে পরিবার বিয়ে দিতে রাজি ছিল না। সেখান থেকেও চরম পদক্ষেপ করে থাকতে পারেন চিকিৎসক। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct