সঞ্জীব মল্লিক, বাঁকুড়া, আপনজন: বিগত তিন মাস ধরে শ্রমিকদের বেতন বন্ধ, মেলেনি পুজোর বোনাস, রিটায়ার্ড পারসেন্ট দের গ্র্যাচুয়িটি বন্ধ, বিভিন্ন প্রশাসনের দুয়ারে গিয়েও সমস্যার সমাধান হয়নি, অবশেষে আজ কারখানার গেটে বসে অবস্থান বিক্ষোভ শ্রমিকদের, কারখানায় ঢুকতে দেওয়া হল না স্টাফদের ।
বাঁকুড়া জেলা বিষ্ণুপুরে দারিকা শিল্পাঞ্চলে ২০২০ সালে প্রতিষ্ঠা হয়েছিল একটি সিমেন্ট ফ্যাক্টরি। ২৭ জন স্থানীয় শ্রমিক নিয়ে এই ফ্যাক্টরির পথ চলা শুরু হয়। ২০১৯ এবং ২০২৪ সালে ২ শ্রমিক রিটায়ার্ড করে। ২৫ জন শ্রমিক নিয়ে চলছিল কাজ। হঠাৎ করেই দুর্গাপুজোর আগে থেকে কোন অজ্ঞাত কারণে এই শ্রমিকদের বেতন বন্ধ করে দেওয়া হয়। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এই তিন মাস বেতন দেওয়া হয়নি কোন শ্রমিককে। দেওয়া হয়নি দূর্গা পুজোর বোনাসও। এমনকি ২ রিটায়ার্ড পারসেন্ট এর গ্রাচুরিটিও দেওয়া হয়নি। এইভাবে চলতে চলতে ডিসেম্বরের এক তারিখ থেকে তাদের হাজিরার খাতাও তুলে নেয় কোম্পানি। কোনরকম নোটিশ ছাড়াই তাদের বলে দেওয়া হয় কোম্পানিতে আর না আসার জন্য।
এরপরেই শ্রমিকরা স্থানীয় বিধায়ক সহ বিভিন্ন প্রশাসনিক দফতরের দ্বারস্থ হয়। সেখানেও কোন স্থায়ী সূরাহা না মেলায় আজ সকাল থেকেই কারখানার গেটের সামনে অবস্থান বিক্ষোভ করে শ্রমিকরা। এমনকি কারখানায় ঢুকতে দেওয়া হয়নি কারখানার কর্মচারীদের। তাদের দাবি তাদের সমস্যা যতক্ষণ না সমাধান হবে তাদের এই আন্দোলন চলবে এবং কারখানায় কোন কর্মচারী ভেতরে ঢুকতে দেওয়া হবে না।
সমগ্র বিষয় নিয়ে কারখানার ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করলে তিনি কোন উত্তর দিতে রাজি হননি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct