নিজস্ব প্রতিবেদক, কলকাতা, আপনজন: পশ্চিমবঙ্গের পুর নগরায়ণ মন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমের মন্তব্য ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।
সংখ্যালঘু ছাত্র-ছাত্রীদের এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শনিবার তিনি বলেন, “আল্লাহর রহমতে আমরা শীঘ্রই সংখ্যাগরিষ্ঠ হয়ে উঠব।
মন্ত্রী আরও বলেন, আমরা এমন একটি সম্প্রদায় থেকে এসেছি, যে পশ্চিমবঙ্গে আমরা ৩৩ শতাংশ এবং সারা দেশে আমরা মাত্র ১৭ শতাংশ এবং ভারতে আমাদের সংখ্যালঘু সম্প্রদায় বলা হয়। কিন্তু আমরা নিজেদেরকে সংখ্যালঘু মনে করি। কিন্তু আগামী দিনে আমরা আর সংখ্যালঘু থাকব না। আমরা বিশ্বাস করি, যদি আল্লাহর অনুগ্রহ থাকে এবং শিক্ষা আমাদের সঙ্গে থাকে, তাহলে আমরা সংখ্যাগরিষ্ঠ হব।
সংখ্যঅলঘু প্রতিনিধিত্ব নিয়ে তিনি বলেন, কলকাতা হাইকোর্টে দুই থেকে তিনজন বিচারপতি রয়েছেন যারা মুসলিম। কিন্তু এটা হওয়া উচিত নয়। আমাদেরকে ওই জায়গায় পৌঁছাতে দেওয়া হয়নি। আগামী দিন কলকাতা হাইকোর্টে আমরা মুসলিমরাই সবথেকে বেশি বিচারপতি হিসেবে থাকব এবং বিচার করব। আলিপুর ধনধান্য স্টেডিয়ামে এডুকেশনাল কনফারেন্স ফিরহাদ ৩০ অনুষ্ঠানে এসে কলকাতা পুরসভার মেয়র বলেন, আল্লাহ যদি চায় তাহলে ভারতবর্ষে আমরা একদিন মেজরিটি হব। তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ ফিরহাদের পক্ষ নিয়ে বলেন, তাঁর মন্তব্য ভ্রান্ত ধারণা। কুনাল ঘোষ বলেন, ফিরহাদ যা বলেছেন তা হ’ল বিপুল সংখ্যক সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের উত্থান যাতে তারা সমাজের মূলধারায় যোগ দিতে পারে এবং জাতি গঠনে অবদান রাখতে পারে।
তিনি আরও জোর দিয়ে বলেন, হাকিমের ধর্মনিরপেক্ষ ও উদার মূল্যবোধ সুপরিচিত, এবং তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি প্রচারের জন্য বিভিন্ন ধর্মীয় উৎসবে সক্রিয়ভাবে অংশ নেন। পরে অনুষ্ঠানের শেষে আরজি কর কান্ড ও সিবিআই প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মেয়র বলেন, আমাদের মেয়ের সঙ্গে যে অন্যায় হয়েছে তার যদি বিচার সঠিকভাবে পেতে হয় রাজনীতি না করে তাহলে যে সিট গঠন হয়েছিল তাকে তদন্তভার ফিরিয়ে দেওয়ার জোরালো দাবি তোলা উচিত। আমি যারা অপরাধী তাদের সঙ্গে ব্যক্তিগত কোন সত্যতা থেকে ফাঁসি চাই বলছি না। গলফ গ্রিনে কাটা মুন্ডু পাওয়া প্রসঙ্গে ফিরহাদ বলেন, যে ধরনের অপরাধ করছি তাতেই অপরাধী যদি দেখে আরেকজনের হাসি হচ্ছে তবে সে এই ধরনের অপরাধ থেকে বিরত থাকবে। তাই ফাঁসির দাবি জানাচ্ছি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct