আপনজন ডেস্ক: সাহারানপুরের কংগ্রেস সাংসদ ইমরান মাসুদ শনিবার লোকসভায় ওয়াকফ ইস্যু উত্থাপন করেন। মাসুদ বলেন, আমরাই সংবিধান তৈরি করি, বিশ্বাস করি এবং বুকের কাছে আটকে রাখি। কারও কাছে এটি একটি বই হতে পারে তবে আমাদের জন্য এটি একটি পবিত্র গ্রন্থ। এই বইয়ের মাধ্যমেই আমরা সমান অধিকার পেয়েছিলাম এবং আজ আমাদের অধিকারকে পদদলিত করা হচ্ছে। ওয়াকফের নামে আমাদের সম্পত্তি কেড়ে নেওয়ার ষড়যন্ত্র চলছে। এরা ওয়াকফের নামে আইন এনে সব সম্পত্তি দখল করতে চায়। আজ গোটা দেশে আমাদের বিরুদ্ধে ঘৃণার পরিবেশ তৈরি করা হচ্ছে।
আজকে দেশের মুসলমানদের অবস্থা এমন হয়ে গেছে যে, ঘরে থাকলে দাঙ্গাবাজদের মারছে, বাইরে এলে মেরে ফেলছে পুলিশ। বাহরাইচ ও সম্ভলে তাই ঘটেছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct