আপনজন: ১. ডোনাল্ড ট্রাম্প
২০২৪ সাল নিশ্চিতভাবেই ডোনাল্ড ট্রাম্পের জীবনে বিশেষভাবে উল্লেখ করার মতো একটি বছর হয়ে থাকবে। নভেম্বরের নির্বাচনে জিতে তিনিই এখন যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট।
আগামী ২০ জানুয়ারি ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন। এ বছরের জুলাইয়ে পেনসিলভানিয়ায় একটি নির্বাচনী সমাবেশে ট্রাম্প গুলিবিদ্ধ হন। আততায়ীর ছোড়া গুলি তাঁর কানে লেগেছিল। ওই হামলার পর যে বাক্যাংশ লিখে গুগলে সবচেয়ে বেশি খোঁজাখুঁজি চলেছে, সেটা হলো ‘ট্রাম্পকে গুপ্তহত্যার চেষ্টা’।
২. কেট মিডলটন
ট্রাম্পের পর এ বছর গুগলে মানুষ সবচেয়ে বেশি খোঁজ করেছেন প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটনকে। যুক্তরাজ্যের ভবিষ্যৎ রানি কেট। এ বছরের মার্চে তিনি তাঁর ক্যানসারে আক্রান্ত হওয়ার কথা জানান। জানুয়ারিতে কেটের পেটে বড় ধরনের অস্ত্রোপচার হয়েছিল। ওই অস্ত্রোপচারের পর তাঁর ক্যানসার শনাক্ত হয়। পরীক্ষা-নিরীক্ষার পরে তাঁকে প্রতিরোধমূলক কেমোথেরাপি দেওয়া হয়।
সেপ্টেম্বরে কেট তাঁর কেমোথেরাপি চিকিৎসা শেষ হওয়ার এবং ক্যানসারমুক্ত জীবন শুরু করার কথা বলেন।
৩. কমলা হ্যারিস
জো বাইডেন নির্বাচনী–দৌড় থেকে সরে দাঁড়ানোর পর হঠাৎ করেই পাদপ্রদীপের আলোয় চলে এসেছিলেন বাইডেনের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। ডেমোক্রেটিক দল থেকে কমলা প্রেসিডেন্ট প্রার্থী হন। বলা হচ্ছিল, তিনি হতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রথম নারী প্রেসিডেন্ট। কিন্তু নভেম্বরের ভোটে তিনি ট্রাম্পের কাছে হেরে যান।
৪. ইমানি খেলিফ
আলজেরিয়ার সোনার মেয়ে ইমানি খেলিফ। এ বছর প্যারিস অলিম্পিকে মেয়েদের বক্সিংয়ে ৬৬ কেজি ওজন শ্রেণিতে তিনি সোনা জিতেছেন। অথচ তিনি ছেলে না মেয়ে, এই বিতর্কের জেরে গত বছর বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকে বাদ পড়েছিলেন তিনি। সেবার তিনি ক্রোমোজোম পরীক্ষায় ব্যর্থ হন। লিঙ্গপরিচয় নিয়ে বিতর্ক থেকে তাঁকে নিয়ে মানুষের জানতে চাওয়ার আগ্রহ বেড়েছে বলে ধারণা করা হয়।
৫. জো বাইডেন
ইউক্রেন ও গাজা যুদ্ধের বিষয়ে বাইডেন প্রশাসনের অবস্থান নিয়ে তীব্র সমালোচনা, নির্বাচন, বয়সসহ নানা কারণে সারা বছরই আলোচনায় ছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মানুষ তাঁর সম্পর্কে জানতে চেয়েছেন, তাঁর খোঁজ করেছেন। এ কারণে এ বছর গুগলে সবচেয়ে বেশি খোঁজ করা ব্যক্তিদের তালিকায় ৫ নম্বরে আছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।
৬. মাইক টাইসন
হেভিওয়েট বক্সিংয়ের ইতিহাসে অন্যতম সেরা খেলোয়াড়দের একজন মাইক টাইসন। তবে জনপ্রিয়তার পাশাপাশি নানা বিতর্কিত কাণ্ডের জন্যও তিনি সব সময় খবরে থেকেছেন। ৫৮ বছর বয়সে এ বছরের নভেম্বরে আবার পেশাদার বক্সিংয়ে ফিরে এসে খবরের জন্ম দিয়েছেন এই তারকা। ৭. জে ডি ভ্যান্স
ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স। এবারের প্রেসিডেন্ট নির্বাচনে নিজের রানিংমেট হিসেবে ট্রাম্প ভ্যান্সকে বেছে নেওয়ার পর তিনিও বিশ্ববাসীর মনযোগের কেন্দ্রে চলে আসেন। মানুষ গুগলে সার্চ দিয়ে তাঁর সম্পর্কে জানতে চান। তিনি এ বছর গুগলের সবচেয়ে বেশি খোঁজা মানুষদের তালিকায় ৭ নম্বরে আছেন।
৮. লামিনে ইয়ামাল
স্পেনের ফুটবলার লামিনে ইয়ামাল, বয়স সবে ১৭ বছর পেরিয়েছেন। তাঁর মধ্যে নতুন এক লিওনেল মেসিকে দেখছে ইয়ামালের ক্লাব দল বার্সেলোনা। খেলার মাঠে নানা রেকর্ড ভেঙে এরই মধ্যে তিনি ফুটবলের বড় তারকা হয়ে ওঠার ইঙ্গিত দিয়েছেন। সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে এ বছর তিনি ‘গোল্ডেন বয়’ পুরস্কার জিতেছেন। ফুটবল ভক্তদের মধ্যে তাঁকে নিয়ে জানার আগ্রহ এখন তুঙ্গে।
৯. সিমোন বাইলস
এ বছর গুগলে সবচেয়ে বেশি খোঁজা ব্যক্তিদের তালিকায় ৯ নম্বরে আছেন যুক্তরাষ্ট্রের তারকা জিমন্যাস্ট সিমোন বাইলস। এই তরুণীকে নিয়ে মানুষের আগ্রহ অবশ্য নতুন নয়। সেই ২০১৬ সালে রিও ডি জেনিরো অলিম্পিকে সবাইকে চমকে দিয়ে চার সোনা এবং একটি ব্রোঞ্জপদক জেতা বাইলস এরপর সব সময়ই খবরে থেকেছেন, কখনো জয়ের খবরে, আবার কখনো অপ্রত্যাশিত রকম খারাপ খেলার কারণে। তিনি কখনো দারুণ সমালোচিত হয়েছেন, হয়েছেন কটাক্ষের শিকার। হতাশায় ডুবে গিয়ে সেখান থেকে আবার দারুণভাবে ফিরে এসেছেন। বাইলসের জীবন যেন সিনেমার গল্পকেও হার মানায়।
১০. শন কম্বস (ডিডি)
প্রভাবশালী মার্কিন র্যাপার ও সংগীত প্রযোজক শন কম্বস। ভক্তদের কাছে তিনি ‘ডিডি’ নামে পরিচিতি। ২০২৪ সালের পুরোটাজুড়েই মানুষ তাঁর সম্পর্কে জানতে গুগলে তাঁর খোঁজ করেছেন।
তথ্যসূত্র: গুগল ব্লগ, নিউইয়র্ক পোস্ট, হিন্দুস্তান টাইমস
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct