আপনজন ডেস্ক: উত্তরপ্রদেশের সম্ভলে মুঘল আমলের একটি মসজিদে সমীক্ষা চালিয়ে চারজনের মৃত্যুর ঘটনায় হিংসার কয়েকদিন পর শুক্রবার অন্য একটি মসজিদের এক ইমামকে উচ্চ ভলিউমে লাউডস্পিকার ব্যবহার করার অভিযোগে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে কোট গড়ভি এলাকার আনার ওয়ালি মসজিদে।
সম্ভলের সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট (এসডিএম) বন্দনা মিশ্র জানিয়েছেন, মসজিদে উচ্চ ভলিউমে লাউডস্পিকার ব্যবহার করা হচ্ছিল, যার ফলে মামলার ব্যবস্থা নেওয়া হয়েছিল। ২৩ বছর বয়সি তাহজিবকে সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে এবং জামিন মঞ্জুর করা হয়েছে। আগামী ছয় মাসের জন্য ইমামকে এ ধরনের আচরণ থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। গত ২৪ নভেম্বর আদালতের নির্দেশের পর কোট গারভি এলাকায় মুঘল আমলের শাহী জামা মসজিদে স্থানীয়দের সঙ্গে নিরাপত্তারক্ষীদের সংঘর্ষের জেরে হিংসার পর থেকেই উত্তেজনা বিরাজ করছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct