নিজস্ব প্রতিবেদক , জঙ্গিপুর, আপনজন: চিকিৎসককে ধর্ষণ ও খুনের মামলায় আরজি কর হাসপাতালের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষের জামিন মঞ্জুর করার দিনে মুর্শিদাবাদের ফরাক্কায় শিশুকন্যাকে ধর্ষণ করে খুন কাণ্ডে দীনবন্ধু হালদারের ফাঁসির সাজা দিল জঙ্গিপুর আদালত। পাশাপাশি আরেক অভিযুক্ত শুভ হালদারের যাবজ্জীবন কারাদণ্ডেরর নির্দেশ দিয়েছে আদালত। ধর্ষণ ও খুনের সঙ্গে জড়িত এই অপরাধটি ১৩ অক্টোবর বিজয়া দশমীতে ঘটেছিল। ঘটনার মাত্র ৬১ দিনের মাথায় আদালত রায় দেয়, ২১ দিনের মধ্যে পুলিশি তদন্ত ও চার্জশিট দাখিল শেষ হয়।বৃহস্পতিবার দুই অভিযুক্ত দীনবন্ধু হালদার ও শুভ হালদারকে দোষী সাব্যস্ত করার পর শুক্রবার একজনের ফাঁসির আদেশ দেওয়া হয় আদালতের পক্ষ থেকে। জঙ্গিপুর আদালতের বিচারক জাস্টিস অমিতাভ মুখার্জির এজলাসে রায় প্রদান করা হয়।
উল্লেখ্য, দুর্গাপুজোর সময় ফারাক্কায় ফারাক্কায় এক নয় বছরের নাবালিকা শিশু কন্যাকে নির্যাতন করে খুন করার অভিযোগ উঠে। শুধু তাই নয়, খুন করার পর নাবালিকা শিশু কন্যার দেহ বস্তাবন্দী করে রাখা হয় অভিযুক্তের বাড়িতে। ঘটনায় গ্রেপ্তার করা হয় জঘন্যতম ঘটনার মূল অভিযুক্ত দীনবন্ধু হালদারকে। তদন্তের পর আরও এক অভিযুক্ত শুভ হালদার কে গ্রেফতার করে ফারাক্কা থানার পুলিশ। তারপর থেকেই কার্যত উত্তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদের ফরাক্কা। নাটকীয় ঘটনায় খুনের মামলায় যুক্ত দীনবন্ধু হালদার ও শুভ হালদারের সর্বোচ্চ শাস্তির আবেদন জানিয়ে চার্জশিট পেশ করা হয় ফারাক্কা থানার পুলিশের পক্ষ থেকে। চার্জশিটের ৫৯ দিনের মাথায় সাক্ষ্য গ্রহণ এবং সমস্ত শুনানি প্রক্রিয়া শেষ করে বৃহস্পতিবার দীনবন্ধু হালদার এবং শুভ হালদারকে দোষী সাব্যস্ত করা হয়। শুক্রবারই অভিযুক্তদের মধ্যে দীনবন্ধুকে ফাঁসির সাজা দেওয়া হয়।
পাশাপাশি আরেক অভিযুক্ত শুভ হালদারকে যাবজ্জীবন কারাদন্ডের নির্দেশ প্রদান করেন জঙ্গিপুর আদালত।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, “আমি আগেও বলেছি এবং আবারও বলছি: প্রত্যেক ধর্ষকের কঠোরতম শাস্তি - মৃত্যুদণ্ডের চেয়ে কম কিছু প্রাপ্য নয়। এই জঘন্য সামাজিক বিদ্বেষ দূর করতে সমাজ হিসেবে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আমি বিশ্বাস করি যে দ্রুত, সময়সীমার মধ্যে বিচার এবং শাস্তি একটি শক্তিশালী প্রতিরোধক হিসাবে কাজ করবে, একটি স্পষ্ট বার্তা দেবে যে এই ধরনের অপরাধ সহ্য করা হবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ও নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং পুলিশ ও প্রসিকিউশনের প্রশংসা করেছেন। সম্প্রতি দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে ১০ বছরের এক শিশুকন্যাকে ধর্ষণ ও খুনের দায়ে মোস্তাকিন সর্দারকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। গত ৪ অক্টোবর মেয়েটির লাশ উদ্ধারের ৬২ দিন পর এই রায় ঘোষণা করা হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct