নিজস্ব প্রতিবেদক, হাওড়া, আপনজন: হাওড়ার ড্রেনেজ ক্যানেল রোডের নাম প্রয়াত কিংবদন্তী ফুটবলার পদ্মশ্রী শৈলেন মান্নার নামে নামকরণ করা হল। বৃহস্পতিবার দুপুরে ‘শৈলেন মান্না সরণী’ নামফলকের উন্মোচন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন ডুমুরজলা ইন্ডোর স্টেডিয়ামের উল্টোদিকে এই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ রায়, মনোজ তিওয়ারি, জেলাশাসক পী দীপাপ্রিয়া, পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী, বিধায়ক গৌতম চৌধুরি, নন্দিতা চৌধুরী, হাওড়ার মুখ্য পুর প্রশাসক ডাঃ সুজয় চক্রবর্তী সহ প্রশাসনিক কর্তারা। এদিন মুখ্যমন্ত্রী ওই অনুষ্ঠানে এসে স্বনির্ভর গোষ্ঠীর তৈরি বিভিন্ন সামগ্রীর স্টলও ঘুরে দেখেন। ‘শৈলেন মান্না সরণী’কে কেন্দ্র করে তাঁর বিভিন্ন পরিকল্পনার কথা ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct