সজিবুল ইসলাম, ডোমকল, আপনজন: ছাদ থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে বুধবার রাত সাড়ে দশটা নাগাদ মুর্শিদাবাদের রানীনগর থানার সীমান্তবর্তী রাজপুর এলাকায়। মৃত ব্যক্তির নাম বিপ্লব মন্ডল,৩৮। ঘটনার পর রাজাপুর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবার সূত্রে জানা গিয়েছে, গতকাল বুধবার বিপ্লব মন্ডলের বাড়িতে ছাদ ঢালাই ছিল।
সারাদিন খুব পরিশ্রম করেছিলেন, তারপর সন্ধ্যায় তিনি ঘুমিয়ে পড়েন। তারপর রাত দশটা নাগাদ তিনি ছাদে ওঠেন। সেখান থেকে আচমকা নিচে পড়ে যান। তার মাথায় আঘাত লাগে। ঘটনার পর পরিবারের সদস্যরা তড়িঘড়ি তাকে উদ্ধার করে গোধনপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে কান্নায় ভেংগে পড়েছেন পরিবারের সদস্যরা। এভাবে হঠাৎ মৃত্যু মেনে নিতে পারছে না পরিবারের সদস্যরা। অনেক কষ্ট করে বাড়ি তৈরি করছিলেন,ছাদ ঢালাই হয়ে গিয়েছিল, তারপরেই ছাদে উঠে হঠাৎ পড়ে যায়। ঘটনার পর পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বাড়িতে দুই সন্তান এবং স্ত্রী রয়েছে। একমাত্র রোজগেরে সদস্য ছিলেন। তার ওপর নির্ভর ছিল গোটা পরিবার। এখন কিভাবে সংসার চলবে কেও জানে না। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct