চন্দনা বন্দ্যোপাধ্যায়, বারুইপুর, আপনজন: এবার দোলনায় উঠে রিলস ও সেলফি তোলার জেরে দুর্ঘটনা। ঘটনায় আহত দুই। এক মহিলা ও এক কিশোরী আহত হয়েছেন এই ঘটনায়। এই ঘটনাটি ঘটেছে বারুইপুরের মিলন মেলায়। বুধবার রাতে এই দুর্ঘটনাটি ঘটে। সাথে সাথেই তাদের বারুইপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয় ওদিন রাতেই। সেখানেই চিকিৎসা চলছে বৃহস্পতিবার ও। কিভাবে দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে বারুইপুর থানার পুলিশ। বারুইপুরের নিউ ইণ্ডিয়ান মাঠে গত ১৫ ই নভেম্বর থেকে একমাস ব্যাপী চলছে মিলন মেলা। প্রতিদিনই এই মেলায় ভিড় জমান অংসখ্য মানুষ৷ রীতিমতো এন্ট্রি ফি দিয়ে এই মেলা দেখতে আসেন সাধারণ মানুষ। এদিন বারুইপুরেরই বাসিন্দা লক্ষ্মী রায় ও প্রতিবেশী কিশোরী আজমিরা তাঁরা পরিবারের অন্যান্যদের সাথে এসেছিলেন মিলনমেলায়। পরিবারের অন্যান্যরা না উঠলেও তাঁরা উঠেছিলেন নাগরদোলায়। মেলা কতৄপক্ষের দাবি নাগরদোলা চলাকালীন তাঁরা মোবাইলে রিলস বানানোর চেষ্টা করছিলেন। তাঁর জেরেই সামনে থাকা রড কোন ভাবে খুলে যায় ও উপর থেকে নীচে নামার সময় এই দুর্ঘটনা ঘটে। ঘটনায় মেলা কর্তপক্ষের বিরুদ্ধে নিরাপত্তাহীনতার অভিযোগ উঠছে। যদিও তা অস্বীকার করেছেন তাঁরা। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় বারুইপুর থানার পুলিশ। পুরো ঘটনার তদন্ত শুরু করেছেন পুলিশ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct