নিজস্ব প্রতিবেদক, বিধাননগর, আপনজন: নিউটাউন থানার আইসিকে ৭ দিনের মধ্যে সরানোর নির্দেশ হাইকোর্টের। নিউটাউন থানায় প্রোমোটারের মাধ্যমে জমি দখল চলছে। পুলিশি নিস্ক্রিয়তার মামলায় কলকাতা হাইকোর্টের রোষের মুখে পরলেন নিউটাউন থানার আইসি। আদালতের লাইভ স্ট্রিমিং বন্ধ করে দিয়ে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বেশ কিছু প্রশ্ন ছুড়ে দেন সরকারি আইনজীবীদের দিকে। রাজ্য সরকারের আইনজীবী্র কাছে জানতে চান কার আশীর্বাদে এই নিউটাউন থানার আইসির প্রমোশন এবং পোস্টিং? কি করে এই পুলিশ অফিসার বিধাননগরের কমিশনারেটের মধ্যে কাজ করছেন?
আগেও বাগুইআটির জোড়া খুন মামলায় এই পুলিশ আধিকারিকের বিরুদ্ধে নিস্ক্রিয়তার অভিযোগ ছিল। ওই ঘটনার পর ব্যাপক ভাবে ক্ষুব্ধ হয়েছিলেন পুলিশের ভূমিকায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই পুলিশ অফিসারকে সরানোর নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তাও কিভাবে কমিশনারেটে পোস্টিং পেলেন এই অধিকারিক তা নিয়ে প্রশ্ন তোলে হাইকোর্ট। রাজ্য সরকার এই পুলিশ আধিকারিকের বিরুদ্ধে ৭দিনের মধ্যে ব্যবস্থা নিক। কড়া নির্দেশ বিচারপতির। নাহলে আদালত নিজের থেকেই ব্যবস্থা নেবে। জানিয়ে দেন বিচারপতি। নিউটাউনে আইটি হাব, সেখানে এমন ঘটনা ঘটছ কী ভাবে? বিস্ময় প্রকাশ করে আদালত। এই আইসিকে অবিলম্বে ওখান থেকে সরাতে হবে স্পষ্ট নির্দেশ বিচারপতির। ১০ই জানুয়ারি অবধি সময় দিলেন বিচারপতি।মামলায় অভিযোগকারীর হয়ে সওয়াল করেন আইনজীবী সায়ন ব্যানার্জি। যদিও আদালতে নিউ টাউন থানার পুলিশের পক্ষ থেকে জানানো হয় যে অভিযোগ ছিল জোর করে জমি দখলের সেই মামলায় নতুন একাধিক ধারা পুলিশ অভিযোগের সঙ্গে লিপিবদ্ধ করেছে। অভিযোগ কারীদের পক্ষে আইনজীবী দাবি তারা যে অভিযোগ আদালতে এনেছিল পুলিশি নিষ্ক্রিয়তার নতুন ধারা কেসের তদন্তে যুক্ত হওয়ায় সেই অভিযোগ যে সত্য তা প্রমাণ হল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct