আপনজন ডেস্ক: শত্রুতা শেষ, তবে কি এবার ডোনাল্ড ট্রাম্প আর শি জিনপিং বন্ধু! আগামী ২০ জানুয়ারি মার্কিন নব নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। নিজের শপথ অনুষ্ঠানে যোগ দেয়ার জন্যে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং-কে আমন্ত্রণ জানালেন ডোনাল্ড ট্রাম্প।
নির্বাচনের পরপর অর্থাৎ নভেম্বরের শুরুতেই নাকি ট্রাম্প, শি জিনপিং-কে তার শপথ অনুষ্ঠানে যোগ দেয়ার আমন্ত্রন জানিয়েছিলেন। অর্থাৎ ট্রাম্প আগে থেকেই মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নিজের জয়ের ভবিষ্যদ্বাণী করে ফেলেছিলেন। তবে ট্রাম্পের আমন্ত্রণে শি জিনপিং সাড়া দিয়েছেন কিনা জানা যায়নি। ওয়াশিংটনে চীনা দূতাবাসের একজন মুখপাত্র তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনও মন্তব্য করেননি।
এদিকে গত মাসে ট্রাম্প বলেছেন, ‘প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার প্রথমদিনেই চীনের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। চীন সরকার যতদিন না সিনথেটিক ওপিওড ফেন্টানাইল বা কৃত্রিম ওপিওড পাচার বন্ধ করবে, ততদিন চীনের উপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপ থাকবে। চীনের প্রতিনিধিরা আমাকে বলেছিলেন যে ফেন্টানাইল চোরাচালানে জড়িতদের তারা মৃত্যুদণ্ড দেবে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তারা এই প্রতিশ্রুতি পালন করেননি, যার ফলে এই মাদকে আমাদের দেশ ভরে গিয়েছে।’
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct