আপনজন ডেস্ক: যুক্তরাষ্ট্রের দক্ষিণ টেক্সাসের একটি ব্যস্ত মহাসড়কে বুধবার একটি ছোট বিমান বিধ্বস্ত হওয়ার পর তিনটি গাড়িতে ধাক্কা লাগে। এতে অন্তত চারজন আহত হয় এবং বিমানটি দুই টুকরা হয়ে যায় ও এর ধ্বংসাবশেষ রাস্তাজুড়ে ছড়িয়ে পড়ে। স্থানীয় কর্তৃপক্ষ এসব তথ্য জানিয়েছে। এনবিসির প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় বিকেল ৩টার দিকে দক্ষিণ টেক্সাসের ভিক্টোরিয়া সিটির স্টেট হাইওয়ে লুপ ৪৬৩-এ বিমানটি বিধ্বস্ত হয়।
আহত চারজনকে হাসপাতালে নেওয়া হয়। তাদের মধ্যে তিনজনের আঘাত গুরুতর নয়, তবে চতুর্থজনকে উন্নত চিকিৎসার জন্য অন্য একটি হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ভিক্টোরিয়া পুলিশ ডিপার্টমেন্টের উপপ্রধান এলিন ময়া সাংবাদিকদের বলেন, ‘আমরা কৃতজ্ঞ যে এটি আরো খারাপ হয়নি। এটি এমন কিছু নয়, যা প্রতিদিন ঘটে।আমরা সন্তুষ্ট যে সবাই মোটামুটি ভালো আছে ও চিকিৎসা পাচ্ছে।’
এদিকে দুর্ঘটনার আগে ও পরে ঘটে যাওয়া মুহূর্তগুলো মহাসড়কে উপস্থিত ব্যক্তিদের ক্যামেরায় ধরা পড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে শেয়ার করা ফুটেজে দেখা যায়, বিমানটি খুব নিচ দিয়ে উড়ে এসে রাস্তায় বিধ্বস্ত হয়। ভিডিওতে পরে দেখা যায়, মহাসড়কের ওভারপাসের কাছে বিমানটি দুই ভাগ হয়ে পড়ে রয়েছে এবং ধ্বংসাবশেষ রাস্তায় ছড়িয়ে রয়েছে।
ফক্স নিউজ ডিজিটালের প্রতিবেদন অনুযায়ী, বিধ্বস্ত হওয়া পাইপার পিএ-৩১ মডেলের দ্বৈত ইঞ্জিনের প্রপেলার বিমানটিতে দুর্ঘটনার সময় শুধু পাইলট ছিলেন। ভিক্টোরিয়া পুলিশ ডিপার্টমেন্ট ও ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) দুর্ঘটনাটির তদন্ত শুরু করেছে। ফ্লাইট অ্যাওয়ারের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিমানটি স্থানীয় সময় সকাল ৯টা ৫২ মিনিটে ভিক্টোরিয়া আঞ্চলিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে এবং প্রায় পাঁচ ঘণ্টা আকাশে থাকার পর দুর্ঘটনায় পড়ে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct