আপনজন ডেস্ক: যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেয়ার আগেই পদত্যাগের ঘোষণা দিয়েছেন দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) পরিচালক ক্রিস্টোফার রে। বৃহস্পতিবার সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
বুধবার এফবিআই-এর অভ্যন্তরীণ এক বৈঠকে রে ঘোষণা দেন যে তিনি পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন। এদিকে নব-নির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প এরইমধ্যে এফবিআই-এর পরবর্তী প্রধান হিসেবে ক্যাশ প্যাটেলে নাম ঘোষণা করেছেন।
বুধবার বৈঠকে রে বলেছেন, আমি সিদ্ধান্ত নিয়েছি যে ব্যুরোর জন্য সঠিক জিনিসটি হলো বর্তমান প্রশাসনের শেষ পর্যন্ত কাজ করা এবং এরপর পদত্যাগ করা। এক কর্মকর্তা জানান, রে’র এমন ঘোষণার পর অনেকে তাকে দাঁড়িয়ে সম্মান জানান এবং কিছু দর্শককে কাঁদতেও দেখা গেছে।
২০১৭ সালে রে’কে ১০ বছরের জন্য এফবিআই প্রধান হিসেবে বেছে নেন ট্র্যাম্পই। তবে পরবর্তী সময়ে ট্রাম্পের চক্ষুশূল হয়ে উঠেন রে। সম্প্রতি ট্রাম্প বলেছেন, রে-এর পদত্যাগ আমেরিকার জন্য একটি চমৎকার দিন হবে।
এদিকে গত বুধবার ক্যাশ প্যাটেল বলেছেন, তিনি একটি মসৃণ ক্ষমতা হস্তান্তরের জন্য অপেক্ষা করছেন। তিনি বলেন, সিনেটররা চমৎকার এবং আমি তাদের পরামর্শ এবং সম্মতি প্রক্রিয়ার মাধ্যমে তাদের আস্থা এবং এফবিআই-এর আইন-শৃঙ্খলা ও সততা পুনরুদ্ধারের জন্য উন্মুখ হয়ে আছি।
সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এফবিআই-এর কড়া সমালোচক হিসেবে পরিচিত ক্যাশ প্যাটেল। এছাড়া তিনি যুক্তরাষ্ট্রের ডিপ স্টেট নির্মূল করারও কথা বলেছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct