আপনজন ডেস্ক: ভারতীয় দাবাড়ু গুকেজ ডোমরাজ বৃহস্পতিবার ১৮ বছর বয়সে সর্বকনিষ্ঠ বিশ্ব দাবা চ্যাম্পিয়নের খেতাব অর্জন করেছেন। একটি উত্তেজনাপূর্ণ ম্যাচে চিনের বর্তমান চ্যাম্পিয়ন ডিং লিরেনকে পরাজিত করে এক অনন্য রেকর্ডের অধিকারী হলেন। ১৪ ম্যাচের চূড়ান্ত ক্লাসিক্যাল টাইম কন্ট্রোল গেমে জয়লাভ করার পরে গুকেশ লিরেনের ৬.৫ পয়েন্টের তুলনায় প্রয়োজনীয় ৭.৫ পয়েন্ট অর্জন করেন। তামিলনাড়ুর এই ভুমিপুত্র গুকেশ খেতাবধারী হিসাবে তিনি ভারতীয় মুদ্রায় ২১ কোটি টাকার পুরস্কারের অংশ পাবেন। বৃহস্পতিবার গুকেশের কৃতিত্বের আগে, রাশিয়ার আইকনিক গ্যারি কাসপারভ সর্বকনিষ্ঠ বিশ্ব চ্যাম্পিয়ন হিসাবে রেকর্ডটি দখল করেন। ১৯৮৫ সালে মাত্র ২২ বছর বয়সে কাসপারভ আনাতোলি কার্পভকে পরাজিত করে খেতাবটি জিতেছিলেন। গুকেশ বিশ্ব খেতাবের জন্য ইতিহাসের সর্বকনিষ্ঠ প্রতিদ্বন্দ্বী হিসাবে ইভেন্টে অংশ নিয়েছিলেন। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন বিশ্বনাথন আনন্দের পরে তিনি দ্বিতীয় ভারতীয়, যিনি বিশ্ব চ্যাম্পিয়নশিপ নিশ্চিত করেছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct