নিজস্ব প্রতিবেদক, হাওড়া, আপনজন: বিচারকের সামনেই নিজের গলায় ব্লেড চালালো বিচারধীন বন্দি। আহত বন্দিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতাল। সেখানেই চিকিৎসার পর তাকে নিয়ে যাওয়া হয়েছে হাওড়া জেলে। মঞ্জেশ বাবলিয়া যাদব এর বিরুদ্ধে অভিযোগ হাওড়া স্টেশনের বাইরে এক মহিলাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের। বুধবার সেই অপরাধের হাওড়া আদালতের ট্রায়াল শুরু হয়েছিল। সেই সময় হটাৎ পকেট থেকে ব্লেড বার করে নিজের গলায় চালিয়ে দেয় মঞ্জেশ। প্রশ্ন উঠছে বিচারধীন বন্দির হাতে ব্লেড এল কি ভাবে। এই ঘটনায় সাময়িক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে আদালত চত্বরে।অন্যদিকে,আবার মদ্যপ অবস্থায় দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুর মহকুমা হাসপাতালে এক যুবকের বেয়াদপি।
চিকিৎসা করানোর নাম করে চিকিৎসক ও নার্স দের সঙ্গে অশালীন আচরণ এর অভিযোগ। এক্স রে বিভাগেও গিয়ে দেখে নেওয়ার হুমকির অভিযোগও তার বিরুদ্ধে।পাশাপাশি বারুইপুর পশ্চিমের বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায় ও বারুইপুর পূর্বের বিধায়ক বিভাস সরদারের নামে ফোন করে হাসপাতালে দায়িত্বরত পুলিশ কে চাকরি খেয়ে নেওয়ার ও সাসপেন্ড করে দেওয়ার অভিযোগ উঠলো ওই যুবকের বিরুদ্ধে। ওই যুবক নিজেকে সাংবাদিক পরিচয় দেয়। জানা গিয়েছে,, অনিক দাস নামে ওই যুবকের বাড়ি সোনারপুরে। ইতিমধ্যেই ওই যুবকের নামে বারুইপুর হাসপাতালের সংশ্লিষ্ট চিকিৎসক বারুইপুর থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশ তদন্ত শুরু করেছে। এদিকে বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায় ও বিভাস সরদার পুলিশকে এই ব্যাপারে ব্যবস্থা নিতে বলেছেন।ঘটনায় রীতিমতো আতঙ্কিত হাসপাতালে দায়িত্ব রত অতিরিক্ত সুপার চিকিৎসক মানস গুপ্ত। তিনি বলেন, এবার কী আমাদের হাতে লাঠি থাকবে। আমরা নিরুপায় হয়ে যাচ্ছি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct