নিজস্ব প্রতিবেদক, বনগাঁ, আপনজন: একের পর এক পথ দুর্ঘটনার জেরে শহরকে যানজট মুক্ত রাখতে দীর্ঘদিন ধরেই বিভিন্ন মহল থেকে দাবি উঠছিল ৷ এবার শহরকে যানজট মুক্ত করার উদ্যোগ নিল খোদ বনগাঁ পুরসভা । বুধবার শহরে চালু হলো তিনটি পার্কিং জোন ।বনগাঁ পুরসভার চেয়ারম্যান গোপাল শেঠ জানান, শহরকে যানজট মুক্ত রাখার ক্ষেত্রে ‘পার্কিং জোনে’র দরকার ছিল আমরা সেই জায়গার ব্যবস্থা করে দিয়েছি ৷ এবার ট্রাফিক পুলিশ, প্রশাসন যদি কঠোর পদক্ষেপ গ্রহণ করেন তবে আশা করছি যানজট সমস্যা কমবে, সকাল থেকে রাত পর্যন্ত সাধারণ মানুষ সেখানে পরিষেবা পাবে ৷ গোপাল বাবু বলেন, ‘বনগাঁ ত্রিকোণ পার্ক এলাকায় কর্মতীর্থ ময়দান, যশোর রোড সংলগ্ন হীরালাল মূর্তি ময়দান ও সাহেব বাড়ি সুতিবস্ত্র ময়দানে তিনটি পার্কিং জোনে’র সূচনা করা হয়েছে । যে কেউ সামান্য অর্থের বিনিময়ে এইসব জায়গায় দুই, তিন ও চার চাকা গাড়ি পার্কিং করতে পারবেন । সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত এই পার্কিং পরিষেবা চালু থাকবে।’ জানা গিয়েছে, তিন চাকা ও চার চাকা গাড়ির জন্য প্রথম এক ঘণ্টায় ১০ টাকা ধার্য করা হয়েছে । পরবর্তীতে রাত দশটা পর্যন্ত যতক্ষণই রাখা হোক না কেন, গাড়ি পিছু দিতে হবে মোট ২০ টাকা । মোটর সাইকেলের পার্কিং চার্জ প্রথম ঘণ্টায় ৫ টাকা ও তার পরবর্তী সময়ে একইভাবে মোট ১০ টাকা ।
পুরসভার পক্ষ থেকে পার্কিং পরিষেবার সূচনা হলেও যান নিয়ন্ত্রণে প্রশাসন ও পরিবহণ দপ্তর আইনানুগ ব্যবস্থা না নিলে যানজট সমস্যা নিয়ন্ত্রণ সম্ভব নয় বলে মনে করছেন অনেকেই ৷ তবে শহরকে যানজট মুক্ত রাখতে পুরসভার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বিরোধী রাজনৈতিক দল থেকে শুরু করে পথ চলতি সাধারণ মানুষ ৷
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct