সঞ্জীব মল্লিক, বাঁকুড়া, আপনজন: সরকার নির্ধারিত মজুরি সহ অন্যান্য দাবীতে ধর্মঘট বিষ্ণুপুর পুরসভার শ্রমিকদের, পুরসভার সামনে বিক্ষোভ ধর্মঘটীদের, তবে কি এবার মন্দির নগরীর শহর সাফাই এর অভাবে ডাম্পিং গ্রাউন্ডে পরিণত হবে ।
সরকার নির্ধারিত মজুরি দৈনিক ৩৭৬ টাকা। কিন্তু তার বদলে মেলে দৈনিক ২১০ টাকা। ইপিএফ, ইএসআই এর সুবিধাও মেলেনা। এবার এই সমস্ত সুযোগ সুবিধা সহ সরকারি হারে মজুরীর দাবীতে আজ থেকে ধর্মঘট শুরু করলেন বিষ্ণুপুর পুরসভায় কর্মরত সাফাই কর্মীরা । কাজ বন্ধ রেখে এদিন নিজেদের দাবীর সমর্থনে বিষ্ণুপুর পুরসভার সামনে বিক্ষোভে ফেটে পড়েন তাঁরা।
বিষ্ণুপুর পুরসভা সূত্রে জানা গেছে পুরসভায় সাড়ে সাতশো জন অস্থায়ী কর্মী থাকলেও তাদের মধ্যে প্রায় সাড়ে তিনশো সাফাই কর্মী রয়েছেন। শহর পরিস্কার পরিচ্ছন্ন রাখা থেকে শুরু করে শহরের বর্জ্য ব্যবস্থাপনের সমস্ত কাজই করেন এই সাড়ে তিনশো সাফাই কর্মী। কিন্তু এই সাফাই কর্মীরা সবদিক থেকেই বঞ্চিত। সাফাই কর্মীদের দাবী সরকারি ভাবে প্রতিটি পুরসভায় অস্থায়ী সাফাই কর্মীদের দৈনিক মজুরী ৩৭৬ টাকা নির্দিষ্ট করা হয়েছিল। সম্প্রতি সেই মজুরি আরো কিছুটা বৃদ্ধি করা হয়েছে। কিন্তু বিষ্ণুপুর পুরসভার ক্ষেত্রে একই কাজের জন্য সাফাই কর্মীদের কার্যত অর্ধেক মজুরী দেওয়া হচ্ছে। বিষ্ণুপুর পুরসভার সাফাই কর্মীদের দাবী দীর্ঘদিন ধরে বেতন বৃদ্ধির আস্বাস দেওয়া হলেও পুরসভা তা করেনি। আকাশছোঁয়া মূল্যবৃদ্ধির এই বাজারে সামান্য মজুরীতে সংসার চালাতে গিয়ে চূড়ান্ত সমস্যায় পড়ছেন সাফাই কর্মীরা। এই পরিস্থিতিতে অবিলম্বে সরকার নির্ধারিত মজুরী প্রদান এবং তার পাশাপাশি সাফাই কর্মীদের ইপিএফ ও ইএসআই সুবিধা দানের দাবীতে আজ ধর্মঘট শুরু করলেন বিষ্ণুপুর পুরসভার সাফাই কর্মীরা। আজ সকাল থেকে সাফাই কাজ বন্ধ রেখে তাঁরা পুরসভার সামনে বিক্ষোভ দেখাতে থাকেন।
পুরপ্রধানের দাবী ২০২২ সালে নতুন পুরবোর্ড দায়িত্ব নেওয়ার পর সাফাই কর্মীদের এক প্রস্থ মজুরী বৃদ্ধি করা হয়েছে। আগামী নতুন অর্থবর্ষে ফের সাফাই কর্মীদের এক দফা বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct