নিজস্ব প্রতিবেদক , গোবরডাঙ্গা, আপনজন: উত্তর ২৪ পরগনা জেলার গোবরডাঙ্গা কালিবাড়ি সংলগ্ন যমুনা নদীর পাশে ব্রীজ সংলগ্ন সাতটি দোকান ভেঙে পড়ে। মঙ্গলবার ভোরবেলায় স্থানীয়রা দেখতে পান দোকান গুলি ধসে পড়ে আছে। ঘটনাটি রাতে ঘটায় হতাহতের কোনো খবর না থাকলেও ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকা ৷ জানা গিয়েছে এই দোকানগুলি পিডব্লিউডি জায়গার ওপর ছিল। গোবরডাঙ্গা পৌরসভার চেয়ারম্যান শংকর দত্ত বলেন, এই দোকানগুলি বেশিরভাগ সবই পিডব্লিউডি’র জায়গার উপরে রয়েছে, অনেক আগে তৈরি । তখন পৌরসভার হাতে কোনো রকম আইন ছিল না, বর্তমানে বেশ কিছু কড়া আইন এসেছে, পিডব্লিউডি জায়গা বা যমুনা নদীর ধারে যে সমস্ত দোকান বেআইনি ভাবে হয়েছে, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ারও ইঙ্গিত দেন পৌরপ্রধান । অন্যদিকে গোবরডাঙ্গা জমিদার বংশের অষ্টম পুরুষ স্বপন মুখোপাধ্যায় বলেন, তাঁদের পুকুর লাগোয়া এই সম্পত্তি, অনেক জমি দখল হয়ে গিয়েছে । বারবার বলা সত্ত্বেও তখন মুক্ত করা সম্ভব হয়নি। রাতারাতি আচমকা দোকান ধসে যাওয়ার ঘটনায় এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct