মনিরুজ্জামান , বারাসত, আপনজন: সম্পূর্ণ সরকারি খরচে জীবনে প্রতিষ্ঠার সুযোগ করে দিতে, উজ্জ্বল ভবিষ্যৎ ও নতুন স্বপ্নের আলোর দিশা দেখাতে পশ্চিমবঙ্গ সোসাইটি ফর স্কিল ডেভেলপমেন্ট, ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিট উত্তর ২৪ পরগনা, ডিপার্টমেন্ট অফ টেকনিক্যাল এডুকেশন, ট্রেনিং এন্ড স্কিল ডেভেলপমেন্ট পশ্চিমবঙ্গ সরকারের ব্যবস্থাপনায় উৎকর্ষ বাংলার মাধ্যমে উত্তর ২৪ পরগনার দেগঙ্গায় প্রশিক্ষণের সূচনা হল বুধবার। ট্রেনিং প্রোভাইডার দেগঙ্গার বেড়াচাঁপার আচার্য জগদীশচন্দ্র বসু পলিটেকনিক। বুধবার পলিটেকনিকে এই প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের ক্ষুদ্র শিল্প বিদ্যুৎ ও অচিরাচরিত শক্তি স্হায়ী সমিতির কর্মাধ্যক্ষ মফিদুল হক সাহাজি,এডিএম স্কিল কাজল রায়, ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিট সৌমেন চৌবে, দেগঙ্গার বিডিও ফাহিম আলম, পলিটেকনিকের অধ্যক্ষ বিধানচন্দ্র জোতদার, পলিটেকনিকের ট্রেনিং এন্ড প্লেসমেন্ট অফিসার ডঃ অনুপ সরকার ও সলমন হোসেন, পঞ্চায়েত সমিতির সভাপতির প্রতিনিধি তুষার কান্তি দাস, ডঃপার্থপ্রতীম ঘোষ, শঙ্কুপ্রসাদ মিত্র, মানিক মুখার্জী, শিক্ষা কর্মাধ্যক্ষ এনামুল হক, কোর্স কো-অর্ডিনেটর তিথি মাহাতো ও মৌমিতা মজুমদার সহ আরও অনেকে। এখানে কোর্স হিসেবে আছে আমিন সার্ভেয়ার,সোলার প্যানেল টেকনিশিয়ান এন্ড ইনস্টলার, অটোমোবাইল রিপেয়ার এন্ড মেইন্টেনেন্স এবং জুনিয়ার মোবাইল টেকনিশিয়ান।
অনুষ্ঠানে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মফিদুল হক সাহাজী বলেন, এটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত সুদূরপ্রসারী চিন্তাভাবনা। শিক্ষিত ছেলেমেয়েদের ট্রেনিংগুলো দিয়ে কাজের সুযোগ করে দিতে চাইছেন। এখান থেকে ট্রেনিং নিয়ে চাকরির সুযোগ পাওয়া যাবে। এক কথায় একটা উজ্জ্বল ভবিষ্যৎ এবং নতুন স্বপ্নের আলোর দিশা। পলিটেকনিকের অধ্যক্ষ বিধানচন্দ্র জোরদার বলেন, আপাতত এখানে আমিন সার্ভেয়ার এবং সোলার প্যানেল টেকনিশিয়ান এন্ড ইনস্টলার এই দুটি কোর্স আমরা চালু করে দিয়েছি।
এই দুটি কোর্সে ৩৩ জন করে মোট ৬৬ জন ছেলেমেয়ে ইতিমধ্যেই ভর্তি হয়ে গেছে।বাকি ২ টি কোর্সে এই মুহূর্তে সেভাবে ছেলেমেয়ে পাওয়া যায়নি ঠিকই তবে আমরা আশা করছি প্রয়োজনীয় ছাত্রছাত্রী পেয়ে যাব।ক্লাস শুরু হবে আগামী শুক্রবার ১৩ ডিসেম্বর থেকে।সপ্তাহে চারদিন ক্লাস হবে।সর্বনিম্ন ৬ মাস এবং সর্বোচ্চ আট মাস এই ক্লাস হবে।ট্রেনিং এর উদ্দেশ্যই হল রুট লেভেল টেকনিশিয়ান তৈরি করা। নিজেরা কিছু করতে পারবে।আগে আসে ভিত্তিতে সম্পূর্ণ বিনামূল্যে সরাসরি ভর্তি নেওয়া চলছে।এই ট্রেনিং নেওয়ার জন্য উৎসাহীদের আগ্রহ চোখে পড়ার মতো।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct