চন্দনা বন্দ্যোপাধ্যায় , গোসাবা, আপনজন: স্কুলে নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগে বুধবার স্কুলের সামনে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার গোসাবা থানার শম্ভুনগর ২০৬ নম্বর অঙ্গনওয়াড়ি স্কুলে।অভিযোগ ,শম্ভু নগর ২০৬ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কোনো স্থায়ী স্কুল নেই।স্থানীয় একটি ক্লাব ঘরের পাশেই অস্থায়ীভাবে ত্রিপল টাঙিয়ে রান্না করছে স্কুলের কর্মীরা।কিন্তু যে কোন সময় খাবারে বিষক্রিয়া হয়ে আহত হতে পারে শিশুরা।তাঁর ওপর খাবার নিম্নমানের দেওয়া হচ্ছে এমনই অভিযোগ গ্রামবাসীদের। আর এই ঘটনা নিয়ে স্কুলের সামনেই দাঁড়িয়ে বিক্ষোভ দেখাতে থাকে গ্রামবাসীরা। এই ঘটনা ঘিরে উত্তেজনা তৈরি হওয়ায় পুলিশ গিয়েছে ঘটনাস্থলে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct