মোহাম্মদ জাকারিয়া, করণদিঘি, আপনজন: উত্তর দিনাজপুরের করণদিঘি ব্লকের দোমোহনা পঞ্চায়েতের পূর্ব ফতেপুরে অবস্থিত জি এস গার্লস মিশনের উদ্যোগে একটি মহতী সম্বর্ধনা সভা অনুষ্ঠিত হয় সম্প্রতি। অনুষ্ঠানে সংবর্ধিত হন সুমাইয়া খাতুন, যিনি মাত্র ছয় মাসে সম্পূর্ণ কুরআন মখস্ত করে এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন।
জামিয়া আল ফুরকানের তত্ত্বাবধানে পরিচালিত এই প্রতিষ্ঠানের ছাত্রী সুমাইয়ার কৃতিত্বে পুরো এলাকায় আনন্দের স্রোত বইছে। অনুষ্ঠানের শুরুতেই কুরআন তিলাওয়াত ও নাতে নবীর পরিবেশনা করা হয়। বিশেষ আলোচনায় হিফজ কুরআনের ফজিলত তুলে ধরেন আবু হাসসান মুর্শিদ আলাম মাদানী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের পরিচালক মোহাম্মদ মোতাআল্লীম মাদানী হাফেজাহুল্লাহ। তিনি সুমাইয়াকে একটি মোমেন্টো, লেডিজ ব্যাগ ও ১০ হাজার টাকার পুরস্কার প্রদান করেন। পাশাপাশি, মেধাবীদের জন্য ভবিষ্যতে আরও আকর্ষণীয় পুরস্কারের ঘোষণা দেন।
এই সম্বর্ধনা সভা কেবল সুমাইয়ার জন্য নয়, বরং বর্তমান প্রজন্মের জন্য অনুপ্রেরণার এক অনন্য নজির। মোবাইল আসক্তি ও সময়ের অপচয়ের বিপরীতে কঠোর অধ্যবসায়ের মাধ্যমে কুরআন হিফজ করে তিনি যে উদাহরণ সৃষ্টি করেছেন, তা সবাইকে মুগ্ধ করেছে। অনুষ্ঠান শেষে সবার জন্য দোয়া করা হয় এবং প্রতিষ্ঠানের আধুনিক শিক্ষার সঙ্গে দ্বীনি শিক্ষার সমন্বয়ের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct