নিজস্ব প্রতিবেদক, শিলিগুড়ি, আপনজন: আগামী ২০ ডিসেম্বর শুক্রবার শিলিগুড়িতে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সীমা সুরক্ষা বল -িএর ৬১তম প্রতিষ্ঠা দিবসে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে শিলিগুড়িতে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বুধবার শিলিগুড়ির রানিডাঙায় সাংবাদিক সম্মেলন করে জানান এসএসবি শিলিগুড়ি ফ্রন্টিয়ার হেডকোয়ার্টারের আইজি সুধীর কুমার। আগামী ২০ ডিসেম্বর শিলিগুড়ির রানিডাঙাতে এসএসবি’ র প্রতিষ্ঠা দিবসের প্যারেডে অংশ নেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রীকে সেলামি দেওয়ার পাশাপাশি উত্তরবঙ্গের একাধিক জনগোষ্ঠীর কৃষ্টি ও সংস্কৃতি তুলে ধরা হবে ওই অনুষ্ঠানে। সঙ্গে টোটো উপজাতির সংগীত সহ মার্শাল আর্ট প্রদর্শনী হবে বলে এদিন সাংবাদিক সম্মেলন জানান এসএসবি শিলিগুড়ি ফ্রন্টিয়ার হেডকোয়ার্টার আইজি। সুরক্ষা বল সীমান্তে তাদের বিভিন্ন রণকৌশল যেমন প্রদর্শন করবেন তেমনি কুচকাওয়াজ অনুষ্ঠানে হবে। বাংলাদেশ ইস্যুতে সীমান্তে বাড়ানো হয়েছে কড়া নজরদারি। প্রতিমুহূর্তে বাংলাদেশের মোল্লা ইউনূস সরকার নানা ধরনের চক্রান্ত করছে ভারতের বিরুদ্ধে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct